ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সোনালী ব্যাংক থেকে আবারো গ্রাহকের টাকা চুরি

ব্যাংকে গ্রাহকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

মাত্র ১৫ দিনের ব্যবধানে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় আরও এক গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংক শাখার ক্যাশ জমা কাউন্টারের সামনে থেকে উপজেলার হারদী গ্রামের মলয় কুমারের ৬১ হাজার টাকা চুরি হয়। ব্যাংকটির সিসিটিভি ফুটেজে সেখানে কয়েকজনের জটলা ধরা পড়লেও কীভাবে টাকাটি খোয়া গেছে, তা জানা যায়নি। এর আগে একই শাখা থেকে গত ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামের প্রবাসী আলাউদ্দিনের মেয়ে আলো খাতুনের ব্যাগ থেকে ২৯ হাজার টাকা চুরি হয়। এদিকে, ১৫ দিনের ব্যবধানে ব্যাংক শাখাটির দুই গ্রাহকের টাকা চুরির ঘটনায় গ্রাহকের নিরাপত্তার নিয়ে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গতকাল সকালে ভুক্তভোগী মলয় কুমার আলমডাঙ্গা রেজিস্ট্রি অফিসের কিছু দলিল লেখকের জমি রেজিস্ট্রির টাকার চালান সোনালী ব্যাংকে জমা করতে যান। এসময় ব্যাংকের ক্যাশ কাউন্টারে ওপর টাকা রেখে জমা দেয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় তার মোবাইলে একটি কল আসে। তিনি মোবাইলে কথা বলার পর দেখেন সেখানে কোনো টাকা নেই। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাটি ব্যাংকের কর্মকর্তাকে জানান। ভুক্তভোগী মলয় কুমার বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ব্যাংকের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

এ বিষয়ে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার এইচ এম আব্দুল আওয়াল বলেন, ভুক্তভোগী মলয় কুমারকে থানায় জিডি করতে বলেছিলাম। কিন্তু তিনি থানায় যাননি। এমন আচরণে তাকেও আমাদের সন্দেহ হচ্ছে। আমরা সিসিটিভির ফুটেজ চেক করেছি। চোর সনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আনসার সদস্যের মাধ্যমে আমরা ঘটনাটি তদন্ত করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় সোনালী ব্যাংক থেকে আবারো গ্রাহকের টাকা চুরি

ব্যাংকে গ্রাহকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

আপলোড টাইম : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

মাত্র ১৫ দিনের ব্যবধানে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় আরও এক গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংক শাখার ক্যাশ জমা কাউন্টারের সামনে থেকে উপজেলার হারদী গ্রামের মলয় কুমারের ৬১ হাজার টাকা চুরি হয়। ব্যাংকটির সিসিটিভি ফুটেজে সেখানে কয়েকজনের জটলা ধরা পড়লেও কীভাবে টাকাটি খোয়া গেছে, তা জানা যায়নি। এর আগে একই শাখা থেকে গত ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামের প্রবাসী আলাউদ্দিনের মেয়ে আলো খাতুনের ব্যাগ থেকে ২৯ হাজার টাকা চুরি হয়। এদিকে, ১৫ দিনের ব্যবধানে ব্যাংক শাখাটির দুই গ্রাহকের টাকা চুরির ঘটনায় গ্রাহকের নিরাপত্তার নিয়ে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গতকাল সকালে ভুক্তভোগী মলয় কুমার আলমডাঙ্গা রেজিস্ট্রি অফিসের কিছু দলিল লেখকের জমি রেজিস্ট্রির টাকার চালান সোনালী ব্যাংকে জমা করতে যান। এসময় ব্যাংকের ক্যাশ কাউন্টারে ওপর টাকা রেখে জমা দেয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় তার মোবাইলে একটি কল আসে। তিনি মোবাইলে কথা বলার পর দেখেন সেখানে কোনো টাকা নেই। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাটি ব্যাংকের কর্মকর্তাকে জানান। ভুক্তভোগী মলয় কুমার বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ব্যাংকের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

এ বিষয়ে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার এইচ এম আব্দুল আওয়াল বলেন, ভুক্তভোগী মলয় কুমারকে থানায় জিডি করতে বলেছিলাম। কিন্তু তিনি থানায় যাননি। এমন আচরণে তাকেও আমাদের সন্দেহ হচ্ছে। আমরা সিসিটিভির ফুটেজ চেক করেছি। চোর সনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আনসার সদস্যের মাধ্যমে আমরা ঘটনাটি তদন্ত করছি।