ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ৫১ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্তকরণের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ভালো খেলার পূর্ব শর্ত হলো নিয়মিত অনুশীলন করা। অনুশীলন না করে স্টেজে মারার কথা চিন্তা করলে কোনোদিনও ভালো ফলাফল বয়ে আনবে না। তাই মাদক ছেড়ে নিয়মিত খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনি লেখাপড়া ও অন্যান্য যে কোনো কাজে মনোযোগ বাড়ে। তিনি আরও বলেন, ভালো মানের ফুটবলার তৈরির লক্ষ্যে সরকার এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। জেলা থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে হবে তোমাদের। লেখাপড়ার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনের জন্য ক্রীড়ার কোনো বিকল্প নেই। জাতির পিতা খেলাধুলার জন্য নিবেদিত ছিলেন।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন ও নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার আব্দুর রহমান, নাঈমা জাহান সুমাইয়া, এএসএম আব্দুর রউফ শিবলু, সামিউল আজম, আশফাকুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি এখলাছ উদ্দিন সুজন, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন প্রমুখ।

জেলার ১১টি কলেজ এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত প্রথম খেলায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ২-০ গোলে আফসার উদ্দিন কলেজকে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়। বিকেলে অনুষ্ঠিত ২য় খেলায় অংশগ্রহণ করে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ও হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। খেলায় হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজকে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়। বিকেলের শেষ খেলায় অংশগ্রহণ করে তেঁতুল শেখ ডিগ্রি কলেজ ও এম এস জোহা ডিগ্রি কলেজ। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারে এম এস জোহা ডিগ্রি কলেজ ৪-৩ গোলের ব্যবধানে পারজিত করে তেঁতুল শেখ ডিগ্রি কলেজ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার ২য় রাউন্ডের দুটি খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

আপলোড টাইম : ১১:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪


চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্তকরণের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ভালো খেলার পূর্ব শর্ত হলো নিয়মিত অনুশীলন করা। অনুশীলন না করে স্টেজে মারার কথা চিন্তা করলে কোনোদিনও ভালো ফলাফল বয়ে আনবে না। তাই মাদক ছেড়ে নিয়মিত খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনি লেখাপড়া ও অন্যান্য যে কোনো কাজে মনোযোগ বাড়ে। তিনি আরও বলেন, ভালো মানের ফুটবলার তৈরির লক্ষ্যে সরকার এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। জেলা থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে হবে তোমাদের। লেখাপড়ার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনের জন্য ক্রীড়ার কোনো বিকল্প নেই। জাতির পিতা খেলাধুলার জন্য নিবেদিত ছিলেন।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন ও নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার আব্দুর রহমান, নাঈমা জাহান সুমাইয়া, এএসএম আব্দুর রউফ শিবলু, সামিউল আজম, আশফাকুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি এখলাছ উদ্দিন সুজন, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন প্রমুখ।

জেলার ১১টি কলেজ এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত প্রথম খেলায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ২-০ গোলে আফসার উদ্দিন কলেজকে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়। বিকেলে অনুষ্ঠিত ২য় খেলায় অংশগ্রহণ করে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ও হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। খেলায় হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজকে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়। বিকেলের শেষ খেলায় অংশগ্রহণ করে তেঁতুল শেখ ডিগ্রি কলেজ ও এম এস জোহা ডিগ্রি কলেজ। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারে এম এস জোহা ডিগ্রি কলেজ ৪-৩ গোলের ব্যবধানে পারজিত করে তেঁতুল শেখ ডিগ্রি কলেজ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার ২য় রাউন্ডের দুটি খেলা অনুষ্ঠিত হবে।