ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এমপি আলী আজগর টগর

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / ৫১ বার পড়া হয়েছে

ফেরী ঘাট রোডের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা এনএন সাহা রোড
চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের কাজ শেষ হতে পারে ডিসেম্বরে
জেলায় গত ১৩ বছরে ২৮ ভাগ আত্মহত্যাই আগাছানাশক কীটনাশক দিয়ে


চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা হাজী আলী আজগর টগর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জননেত্রী শেখ হাসিনা সকলের চিন্তা করেন। কেউ যেন না খেয়ে থাকে সেটা লক্ষ্য করেন। আমরা এখন ডিজিটালের বাইরে কিছু চিন্তা করতেও পারি না। দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এখন আমাদের জীবনমানের উন্নয়ন হয়েছে। এসময় এমপি আলী আজগার টগর জীবননগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নে তাগাদা দেন। তিনি বলেন, কারিগরি শিক্ষায় আমরা যত এগিয়ে যাবো, দেশের তত উন্নয়নও হবে। কারিগরি শিক্ষা নিয়ে বিদেশ গেলে ভালো আয় করা সম্ভব। রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে অবদান রাখছেন। তিনি আরও বলেন, জীবননগরে টিসিবির কার্ড নিয়ে অভিযোগ আছে। একটা পরিবারে একের অধিক কার্ড আছে। জীবননগরের কার্ডগুলো খতিয়ে দেখতে হবে।
এসময় তিনি সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জের রাস্তাটি ঠিক করতে হবে। রাস্তাটির অবস্থা খুব বাজে। প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে আমাদের লক্ষ্য রাখতে হবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতা যেভাবে শুরু করেছিলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই এই দেশকে একটি সুখী-সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে চলেছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মশার ব্যাপারে সচেতন হতে হবে। ডেঙ্গু মশা বা লার্ভা হতে পারে, এ রকম পানি জমে থাকলে সেগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। শহরের ফেরিঘাট রোডের নাম পরিবর্তন হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট সড়কটির নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা এনএন সাহা সড়ক’ নামকরণ করা হবে। সদর হাসপাতাল রোড নির্মাণে সকলের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, সদর হাসপাতাল সড়ক নির্মাণে যেন রাস্তার কাজের মান ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, মাঠ পর্যায়ে যে কৃষক ভাইয়েরা আছেন, তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। কৃষি কাজে ব্যবহারের জন্য কীটনাশক প্রয়োজন হলে সেটির রক্ষণাবেক্ষণে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় কীটনাশক দিয়ে আত্মহত্যার প্রবণতা আছে। গত ১৩ বছরের আত্মহত্যার পরিসংখ্যান বলছে জেলায় শতকরা ২৮ ভাগ আগাছানাশক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগকে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, তীব্র গরমে এ অঞ্চলে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেগুলোর একটা হিসেবের প্রয়োজন। যেহেতু এই জেলা সবোর্চ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ের অনুভব পায়, তাই এই হিসাবটাও জরুরি। অনেক গণমাধ্যমকর্মীও এটি নিয়ে বলেছেন।
খাদ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা খাদ্য উদ্বৃত্ত জেলা। এ জেলায় পর্যাপ্ত ফসল উৎপাদন হয়। সরকারি ধান চাল সংগ্রহের ক্ষেত্রে এ ধরনের জেলা থেকে যেন সরকারি লক্ষ্যমাত্রা অর্জন করে সেদিকে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, ‘আমরা চাই কোনো বিতর্ক ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হোক। সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।’ জীবননগরের টিসিবির বিষয়টি তদারকি করার জন্য জীনননগর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে বলেন, সংশ্লিষ্ট একটি কমিটি আছে। সেই কমিটিকে বিষয়টি তদন্ত করতে হবে।
সভায় গণমাধ্যমকর্মী মেহেরাব্বিন সানভী চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের অগ্রগতি ও ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয়ের মাঠে (চাঁদমারী মাঠ) সামান্য বৃষ্টিতে পানি জমার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিদ্যালয় মাঠটির উন্নয়ন করা হবে। এই সমস্যার সমাধানে খুব দ্রুতই পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসক রেলওয়ে ওভারপাসের বিষয়ে সড়ক বিভাগের কাছে জানতে চাইলে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ মুনজুরুল করিম বলেন, রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই কাজের মেয়াদ বৃদ্ধি করে আগামী জুন পর্যন্ত করা হয়েছে। তবে আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ করা সম্ভব হবে। তাছাড়া অধিগ্রহণের বিষয়টির অগ্রগতি হয়েছে।
সভায় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) বলেন, মাদকের আগ্রাসন থেকে বাঁচতে সকলের সহযোগিতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে আমরা চেষ্টা করছি। হেলমেট নিজেরা পরতে হবে, অন্যদের উৎসাহ দিতে হবে। চুয়াডাঙ্গার মানুষজন হেলমেট পরতে চায় না। কিন্তু সব বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহ্রা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুনজুরুল করিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক জৈষ্ঠ্য সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দৈনিক পশ্চিমাঞ্চলের চিফ রিপোর্টার আহসান আলমসহ বিভিন্ন দপ্তর প্রধানরা।
সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর প্রথমবার অংশ নেয়ায় তাঁকে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাসহ কর্মকর্তারা একটি সম্মাননা স্মারক উপহার দেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনএন সাহা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকারে রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এমপি আলী আজগর টগর

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করছেন শেখ হাসিনা

আপলোড টাইম : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

ফেরী ঘাট রোডের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা এনএন সাহা রোড
চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের কাজ শেষ হতে পারে ডিসেম্বরে
জেলায় গত ১৩ বছরে ২৮ ভাগ আত্মহত্যাই আগাছানাশক কীটনাশক দিয়ে


চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা হাজী আলী আজগর টগর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জননেত্রী শেখ হাসিনা সকলের চিন্তা করেন। কেউ যেন না খেয়ে থাকে সেটা লক্ষ্য করেন। আমরা এখন ডিজিটালের বাইরে কিছু চিন্তা করতেও পারি না। দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এখন আমাদের জীবনমানের উন্নয়ন হয়েছে। এসময় এমপি আলী আজগার টগর জীবননগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নে তাগাদা দেন। তিনি বলেন, কারিগরি শিক্ষায় আমরা যত এগিয়ে যাবো, দেশের তত উন্নয়নও হবে। কারিগরি শিক্ষা নিয়ে বিদেশ গেলে ভালো আয় করা সম্ভব। রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে অবদান রাখছেন। তিনি আরও বলেন, জীবননগরে টিসিবির কার্ড নিয়ে অভিযোগ আছে। একটা পরিবারে একের অধিক কার্ড আছে। জীবননগরের কার্ডগুলো খতিয়ে দেখতে হবে।
এসময় তিনি সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জের রাস্তাটি ঠিক করতে হবে। রাস্তাটির অবস্থা খুব বাজে। প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে আমাদের লক্ষ্য রাখতে হবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতা যেভাবে শুরু করেছিলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই এই দেশকে একটি সুখী-সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে চলেছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মশার ব্যাপারে সচেতন হতে হবে। ডেঙ্গু মশা বা লার্ভা হতে পারে, এ রকম পানি জমে থাকলে সেগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। শহরের ফেরিঘাট রোডের নাম পরিবর্তন হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট সড়কটির নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা এনএন সাহা সড়ক’ নামকরণ করা হবে। সদর হাসপাতাল রোড নির্মাণে সকলের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, সদর হাসপাতাল সড়ক নির্মাণে যেন রাস্তার কাজের মান ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, মাঠ পর্যায়ে যে কৃষক ভাইয়েরা আছেন, তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। কৃষি কাজে ব্যবহারের জন্য কীটনাশক প্রয়োজন হলে সেটির রক্ষণাবেক্ষণে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় কীটনাশক দিয়ে আত্মহত্যার প্রবণতা আছে। গত ১৩ বছরের আত্মহত্যার পরিসংখ্যান বলছে জেলায় শতকরা ২৮ ভাগ আগাছানাশক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগকে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, তীব্র গরমে এ অঞ্চলে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেগুলোর একটা হিসেবের প্রয়োজন। যেহেতু এই জেলা সবোর্চ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ের অনুভব পায়, তাই এই হিসাবটাও জরুরি। অনেক গণমাধ্যমকর্মীও এটি নিয়ে বলেছেন।
খাদ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা খাদ্য উদ্বৃত্ত জেলা। এ জেলায় পর্যাপ্ত ফসল উৎপাদন হয়। সরকারি ধান চাল সংগ্রহের ক্ষেত্রে এ ধরনের জেলা থেকে যেন সরকারি লক্ষ্যমাত্রা অর্জন করে সেদিকে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, ‘আমরা চাই কোনো বিতর্ক ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হোক। সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।’ জীবননগরের টিসিবির বিষয়টি তদারকি করার জন্য জীনননগর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে বলেন, সংশ্লিষ্ট একটি কমিটি আছে। সেই কমিটিকে বিষয়টি তদন্ত করতে হবে।
সভায় গণমাধ্যমকর্মী মেহেরাব্বিন সানভী চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের অগ্রগতি ও ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয়ের মাঠে (চাঁদমারী মাঠ) সামান্য বৃষ্টিতে পানি জমার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিদ্যালয় মাঠটির উন্নয়ন করা হবে। এই সমস্যার সমাধানে খুব দ্রুতই পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসক রেলওয়ে ওভারপাসের বিষয়ে সড়ক বিভাগের কাছে জানতে চাইলে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ মুনজুরুল করিম বলেন, রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই কাজের মেয়াদ বৃদ্ধি করে আগামী জুন পর্যন্ত করা হয়েছে। তবে আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ করা সম্ভব হবে। তাছাড়া অধিগ্রহণের বিষয়টির অগ্রগতি হয়েছে।
সভায় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) বলেন, মাদকের আগ্রাসন থেকে বাঁচতে সকলের সহযোগিতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে আমরা চেষ্টা করছি। হেলমেট নিজেরা পরতে হবে, অন্যদের উৎসাহ দিতে হবে। চুয়াডাঙ্গার মানুষজন হেলমেট পরতে চায় না। কিন্তু সব বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহ্রা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুনজুরুল করিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক জৈষ্ঠ্য সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দৈনিক পশ্চিমাঞ্চলের চিফ রিপোর্টার আহসান আলমসহ বিভিন্ন দপ্তর প্রধানরা।
সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর প্রথমবার অংশ নেয়ায় তাঁকে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাসহ কর্মকর্তারা একটি সম্মাননা স্মারক উপহার দেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনএন সাহা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকারে রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা।