ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত

চুয়াডাঙ্গাসহ সারাদেশে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

ত্যাগ-তিতিক্ষার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে গত সোমবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ত্যাগের মহিমা হিসেবে মুসলমানরা হালাল পশু কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংস বিলিয়েছেন ফকির, মিসকিন ও দরিদ্র মানুষ এবং প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে।

এর আগে জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের প্রতিটি মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই কবরস্থানে ছুটে যান। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান।

এদিকে, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালনে সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা চাঁদমারি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্য এবং জনসাধারণ নামাজে অংশ নেয়। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোরবানি পশুর রক্ত বা বর্জ্যে যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয়, সে জন্য সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ। ঈদ উদ্যাপন উপলক্ষে জেলা সদর হাসপাতাল, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারাগার, সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এদিকে, ঈদের নামাজ শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পুলিশ লাইন্সে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ নেন। এ আয়োজনে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত

চুয়াডাঙ্গাসহ সারাদেশে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি

আপলোড টাইম : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

ত্যাগ-তিতিক্ষার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে গত সোমবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ত্যাগের মহিমা হিসেবে মুসলমানরা হালাল পশু কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংস বিলিয়েছেন ফকির, মিসকিন ও দরিদ্র মানুষ এবং প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে।

এর আগে জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের প্রতিটি মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই কবরস্থানে ছুটে যান। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান।

এদিকে, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালনে সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা চাঁদমারি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্য এবং জনসাধারণ নামাজে অংশ নেয়। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোরবানি পশুর রক্ত বা বর্জ্যে যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয়, সে জন্য সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ। ঈদ উদ্যাপন উপলক্ষে জেলা সদর হাসপাতাল, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারাগার, সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এদিকে, ঈদের নামাজ শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পুলিশ লাইন্সে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ নেন। এ আয়োজনে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।