ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধা পাচ্ছেন মেম্বারের আত্মীয়-স্বজনরা!

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নে টিসিবি কার্ড বিতরণে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আইলহাঁস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড বিতরণে তিনি নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের প্রাধান্য দিয়ে প্রকৃত কার্ডধারীদের বঞ্চিত করছেন। অভিযোগকারীরা আরও বলেন, ফজলুর রহমানের নিকট কার্ড চাইতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে।

মেম্বার ফজলুর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ করেন খাসবাগুন্দা গ্রামের বাবর আলীর মেয়ে হাজেরা, জলিলের ছেলে রকিবুল, বিশার মেয়ে সামেলা, উসমানের ছেলে রাসেল, শুকুর আলীর ছেলে মোতালেব, তবির আলীর ছেলে হাফিজুল, আজগরের ছেলে মজিবার এবং একই গ্রামের লতা, শামসুল, জামাল, মোহাম্মদের ছেলে সোহাগী, রওশনের মেয়ে লিলি, ভাদু মন্ডলের ছেলে মিজানুর, রমজানের ছেলে জালালসহ আরও অনেকে।

তারা জানান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ফজলুর রহমান অনেককে টিসিবি কার্ড দেননি। ফলে তারা টিসিবির পণ্য নিতে পারছেন না। গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে গেলে ওই মেম্বার কার্ড না দিয়ে অনেকের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। অভিযোগকারীরা জানান, ইউনিয়নে মোট টিসিবি কার্ড ১ হাজার ২৫০টি, যার মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দ ১৪৫টি। কিন্তু প্রকৃত কার্ডধারীরা কার্ড না পেলেও মেম্বার তার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের হাতে কার্ড দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি ৮২টি কার্ড পেয়েছি এবং তা সঠিকভাবে বিতরণ করেছি।’ আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, তিনি মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন এবং ইউপি সদস্যের সাথে আলোচনা করবেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। এদিকে, ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সুবিধা পাচ্ছেন মেম্বারের আত্মীয়-স্বজনরা!

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নে টিসিবি কার্ড বিতরণে অনিয়ম

আপলোড টাইম : ১২:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

আলমডাঙ্গায় টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আইলহাঁস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড বিতরণে তিনি নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের প্রাধান্য দিয়ে প্রকৃত কার্ডধারীদের বঞ্চিত করছেন। অভিযোগকারীরা আরও বলেন, ফজলুর রহমানের নিকট কার্ড চাইতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে।

মেম্বার ফজলুর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ করেন খাসবাগুন্দা গ্রামের বাবর আলীর মেয়ে হাজেরা, জলিলের ছেলে রকিবুল, বিশার মেয়ে সামেলা, উসমানের ছেলে রাসেল, শুকুর আলীর ছেলে মোতালেব, তবির আলীর ছেলে হাফিজুল, আজগরের ছেলে মজিবার এবং একই গ্রামের লতা, শামসুল, জামাল, মোহাম্মদের ছেলে সোহাগী, রওশনের মেয়ে লিলি, ভাদু মন্ডলের ছেলে মিজানুর, রমজানের ছেলে জালালসহ আরও অনেকে।

তারা জানান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ফজলুর রহমান অনেককে টিসিবি কার্ড দেননি। ফলে তারা টিসিবির পণ্য নিতে পারছেন না। গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে গেলে ওই মেম্বার কার্ড না দিয়ে অনেকের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। অভিযোগকারীরা জানান, ইউনিয়নে মোট টিসিবি কার্ড ১ হাজার ২৫০টি, যার মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দ ১৪৫টি। কিন্তু প্রকৃত কার্ডধারীরা কার্ড না পেলেও মেম্বার তার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের হাতে কার্ড দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি ৮২টি কার্ড পেয়েছি এবং তা সঠিকভাবে বিতরণ করেছি।’ আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, তিনি মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন এবং ইউপি সদস্যের সাথে আলোচনা করবেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। এদিকে, ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।