ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা চেম্বারের ভোটার তালিকা সংশোধনসহ পুনঃ তফশিল ষোষণার দাবি

বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ডাক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের প্রকাশিত তফশিল বাতিল, ভোটার তালিকা সংশোধন করে পুনরায় তফশিল ষোষণা করে নির্বাচনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কামাল ও শিল্প বণিক সমিতির সদস্য আলাউদ্দীন হেলা। গতকাল বৃহস্পতিবার তাদের তিনজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এই কর্মসূচির ঘোষণা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ নির্বাচনী তফসিল ষোষণা করা হয়। কিন্তু গঠনতন্ত্রের বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৬ বিধির ১, ২, ৩ ধারার বিধান অনুযায়ী তফশিল ষোষণা করা হয়নি। নির্বাচনী তফশিল অনুযায়ী যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় খসড়া ভোটারদের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র বা প্রাপ্তি স্বীকারপত্র/ রশিদ না থাকা সত্ত্বেও একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যাহা অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় বলে আমরা মনে করি। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ এর ঘোষিত তফশিল বাতিল, ভোটার তালিকা সংশোধন করে পুনরায় তফশিল ষোষণা করে নির্বাচনের দাবি জানাচ্ছি।

আরও উল্লেখ থাকে যে, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতাদীর টিন নম্বর/আয়কর সনদ ব্যবহার করে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যা গঠনতন্ত্রের পরিপন্থি। আমরা নির্বাচনী তফশিল বাতিলের জন্য আগামী ৯ জুন রোববার বেলা ১১টায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের দপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করব। এছাড়াও, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। একই দিন দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা চেম্বারের ভোটার তালিকা সংশোধনসহ পুনঃ তফশিল ষোষণার দাবি

বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ডাক

আপলোড টাইম : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের প্রকাশিত তফশিল বাতিল, ভোটার তালিকা সংশোধন করে পুনরায় তফশিল ষোষণা করে নির্বাচনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কামাল ও শিল্প বণিক সমিতির সদস্য আলাউদ্দীন হেলা। গতকাল বৃহস্পতিবার তাদের তিনজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এই কর্মসূচির ঘোষণা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ নির্বাচনী তফসিল ষোষণা করা হয়। কিন্তু গঠনতন্ত্রের বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৬ বিধির ১, ২, ৩ ধারার বিধান অনুযায়ী তফশিল ষোষণা করা হয়নি। নির্বাচনী তফশিল অনুযায়ী যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় খসড়া ভোটারদের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র বা প্রাপ্তি স্বীকারপত্র/ রশিদ না থাকা সত্ত্বেও একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যাহা অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় বলে আমরা মনে করি। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ এর ঘোষিত তফশিল বাতিল, ভোটার তালিকা সংশোধন করে পুনরায় তফশিল ষোষণা করে নির্বাচনের দাবি জানাচ্ছি।

আরও উল্লেখ থাকে যে, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতাদীর টিন নম্বর/আয়কর সনদ ব্যবহার করে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যা গঠনতন্ত্রের পরিপন্থি। আমরা নির্বাচনী তফশিল বাতিলের জন্য আগামী ৯ জুন রোববার বেলা ১১টায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের দপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করব। এছাড়াও, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। একই দিন দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হবে।