ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে পদক্ষেপ নেয়ার আহ্বান

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইেদহে বিশ্ব পরিবেশ দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ৫৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নিতে হবে।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদমাম আশরাফ, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী কে.এম সালমান কবীর। সভায় অন্যান্য বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে পরিবেশ দিবসের ওপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রত্যককে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা উপহার দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ, অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।


দামুড়হুদা:
র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও রোপণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বন বিভাগ কর্মকর্তা রজব আলী মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও পরিষত প্রাঙ্গনে চারা রোপণ করা হয়।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম আব্দুল্লা আল যুবায়ের। গীতা পাঠ করেন জীবননগর উপজেলা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিক। জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা ও উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কাজল প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় উজলপুর ৭ নম্বর ওয়ার্ড সমৃদ্ধি কেন্দ্র থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৭ নম্বর ওয়ার্ড সমৃদ্ধি কেন্দ্রের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিদ্র বিমোচন সংস্থার সহকারী পরিচালক জুবায়ের আলম। সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তাহাজুল হক। র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭ নম্বর ওয়ার্ডের যুব সদস্য ও ডিবিএসএর কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

মুজিবনগর:
নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলীমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। বেলা তিনটায় বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করে বাংলাদেশ গুড নেইবারস মেহেরপুর শাখা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজহারুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি থেকে বক্তব্য দেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। গতকাল সকাল সাড়ে ১০টায় একটি দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হোসনে মোবারক ও উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করা হয়।

ঝিনাইদহ:
বিশ^ পরিবেশ দিবসে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। এসময় কলেজের উপধ্যক্ষ মো. শফিক উদ্দীন এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরুজ্জামান তূর্য ও কলেজ প্রিফেক্ট ক্যাডেট সিদ্দীক উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথি অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, বিশে^র উষ্ণ জলবায়ু পৃথিবীকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি ক্যাডেটদের উদ্দ্যেশে বলেন, ‘আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রত্যেক ক্যাডেট নিজ নিজ পরিবেশে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, বিশ^ পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, তা সময় উপযোগী এবং কার্যকর। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাডেট কলেজ প্রাঙ্গনে প্রায় এক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে পদক্ষেপ নেয়ার আহ্বান

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইেদহে বিশ্ব পরিবেশ দিবস পালন

আপলোড টাইম : ১১:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নিতে হবে।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদমাম আশরাফ, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী কে.এম সালমান কবীর। সভায় অন্যান্য বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে পরিবেশ দিবসের ওপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রত্যককে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা উপহার দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ, অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।


দামুড়হুদা:
র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও রোপণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বন বিভাগ কর্মকর্তা রজব আলী মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও পরিষত প্রাঙ্গনে চারা রোপণ করা হয়।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম আব্দুল্লা আল যুবায়ের। গীতা পাঠ করেন জীবননগর উপজেলা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিক। জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা ও উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কাজল প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় উজলপুর ৭ নম্বর ওয়ার্ড সমৃদ্ধি কেন্দ্র থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৭ নম্বর ওয়ার্ড সমৃদ্ধি কেন্দ্রের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিদ্র বিমোচন সংস্থার সহকারী পরিচালক জুবায়ের আলম। সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তাহাজুল হক। র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭ নম্বর ওয়ার্ডের যুব সদস্য ও ডিবিএসএর কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

মুজিবনগর:
নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলীমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। বেলা তিনটায় বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করে বাংলাদেশ গুড নেইবারস মেহেরপুর শাখা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজহারুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি থেকে বক্তব্য দেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। গতকাল সকাল সাড়ে ১০টায় একটি দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হোসনে মোবারক ও উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করা হয়।

ঝিনাইদহ:
বিশ^ পরিবেশ দিবসে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। এসময় কলেজের উপধ্যক্ষ মো. শফিক উদ্দীন এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরুজ্জামান তূর্য ও কলেজ প্রিফেক্ট ক্যাডেট সিদ্দীক উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথি অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, বিশে^র উষ্ণ জলবায়ু পৃথিবীকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি ক্যাডেটদের উদ্দ্যেশে বলেন, ‘আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রত্যেক ক্যাডেট নিজ নিজ পরিবেশে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, বিশ^ পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, তা সময় উপযোগী এবং কার্যকর। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাডেট কলেজ প্রাঙ্গনে প্রায় এক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।