ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি টগর

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এসময় এমপি টগর বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। দামুড়হুদা উপজেলার সকল শ্রেণির মানুষ যাতে সেবা পায়, তার জন্য আপনাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী করেছেন। আমি চুয়াডাঙ্গা-২ আসনে পরপর চারবার এমপি হয়েছি। কারণ একটাই আমি জনগণের সুখে-দুঃখে সব সময় সাথে ছিলাম এবং আছি। তাই আমাকে ভালোবাসে সর্বস্তরের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি বানিয়েছে।’
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবু বলেন, ‘আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের সুখে-দুঃখে সব সময় আমাকে কাছে পাবেন। আমি চেয়ারম্যান নয়, আমি আপনাদের ভাই। চেয়ারম্যান আপনারা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বিশ্বাস, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার ও কেরু অ্যান্ড কোম্পানির সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) শাহাবুদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি, উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। আর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি টগর

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

আপলোড টাইম : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এসময় এমপি টগর বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। দামুড়হুদা উপজেলার সকল শ্রেণির মানুষ যাতে সেবা পায়, তার জন্য আপনাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী করেছেন। আমি চুয়াডাঙ্গা-২ আসনে পরপর চারবার এমপি হয়েছি। কারণ একটাই আমি জনগণের সুখে-দুঃখে সব সময় সাথে ছিলাম এবং আছি। তাই আমাকে ভালোবাসে সর্বস্তরের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি বানিয়েছে।’
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবু বলেন, ‘আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের সুখে-দুঃখে সব সময় আমাকে কাছে পাবেন। আমি চেয়ারম্যান নয়, আমি আপনাদের ভাই। চেয়ারম্যান আপনারা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বিশ্বাস, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার ও কেরু অ্যান্ড কোম্পানির সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) শাহাবুদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি, উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। আর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেন।