ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয় কবিরাজ রাজ্জাক শেখকে

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ দুই ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০১:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক শেখ হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হত্যা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের আব্দুন সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও তার সহযোগী পাঁচমাইল সুবদিয়া গ্রামের আনিচুর রহমানের ছেলে সোহেল আলী (২১)। এদিকে, গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

হত্যার রহস্য উদ্ঘাটন সম্পর্কে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘাতক রুবেল ও তার স্ত্রী কবিরাজ রাজ্জাক শেখের নিকট থেকে চিকিৎসা নিতেন। এরই মধ্যে রাজ্জাক শেখ রুবেলের স্ত্রীকে বাজে ইঙ্গিত দেয়। বিষয়টি জানার পর গত শুক্রবার রুবেল তার বন্ধু সোহেল আলীকে নিয়ে কবিরাজকে শায়েস্তা করার পরিকল্পনা করে। হুমকি ও ভয় দেখানোর জন্য সন্ধ্যায় কবিরাজকে মোবাইলে ভাণ্ডারদহ গ্রামে ডেকে নেয়। সেখানে রুবেল তার সঙ্গে রাখা একটি ছুরি দিয়ে রাজ্জাক শেখের গলায় ধরে এবং তার স্ত্রীর থেকে দূরে থাকার জন্য বলে। এসময় তাদের ধস্তাধস্তিতে ছুরির আঘাত লেগে রাজ্জাক শেখের গলায় জখম হয়। পরে রাগের মাথায় ওই ছুরি দিয়েই কবিরাজকে গলাকেটে হত্যা করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর রুবেল মিয়া ও সহযোগী সোহেল আলী হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য জানায়। তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যহহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আজ (গতকাল) দুপুর ১২টায় আদালতে নিলে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে রাজ্জাক শেখ (রাজাই শেখ) কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রাজ্জাক শেখ শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয় কবিরাজ রাজ্জাক শেখকে

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ দুই ঘাতক গ্রেপ্তার

আপলোড টাইম : ০১:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক শেখ হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হত্যা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের আব্দুন সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও তার সহযোগী পাঁচমাইল সুবদিয়া গ্রামের আনিচুর রহমানের ছেলে সোহেল আলী (২১)। এদিকে, গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

হত্যার রহস্য উদ্ঘাটন সম্পর্কে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘাতক রুবেল ও তার স্ত্রী কবিরাজ রাজ্জাক শেখের নিকট থেকে চিকিৎসা নিতেন। এরই মধ্যে রাজ্জাক শেখ রুবেলের স্ত্রীকে বাজে ইঙ্গিত দেয়। বিষয়টি জানার পর গত শুক্রবার রুবেল তার বন্ধু সোহেল আলীকে নিয়ে কবিরাজকে শায়েস্তা করার পরিকল্পনা করে। হুমকি ও ভয় দেখানোর জন্য সন্ধ্যায় কবিরাজকে মোবাইলে ভাণ্ডারদহ গ্রামে ডেকে নেয়। সেখানে রুবেল তার সঙ্গে রাখা একটি ছুরি দিয়ে রাজ্জাক শেখের গলায় ধরে এবং তার স্ত্রীর থেকে দূরে থাকার জন্য বলে। এসময় তাদের ধস্তাধস্তিতে ছুরির আঘাত লেগে রাজ্জাক শেখের গলায় জখম হয়। পরে রাগের মাথায় ওই ছুরি দিয়েই কবিরাজকে গলাকেটে হত্যা করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর রুবেল মিয়া ও সহযোগী সোহেল আলী হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য জানায়। তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যহহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আজ (গতকাল) দুপুর ১২টায় আদালতে নিলে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে রাজ্জাক শেখ (রাজাই শেখ) কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রাজ্জাক শেখ শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।