ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডুগডুগি পশুহাটে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

হাতেনাতে আটক প্রতারককে গণধোলাই

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

দামুড়হুদার ডুগডুগি পশুর হাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ব্যবসায়ী। এসময় জনগণের হাতে আটক হয়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য। পরে তাকে দামুড়হুদা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই গরু ব্যবসায়ীর নাম জসীম উদ্দীন (৩৮)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় গ্রামের রেজু মিয়া ছেলে। আটককৃত প্রতারক হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার মোল্লাহাট গ্রামের মৃত কাসেম মিঞার ছেলে বাচ্চু মিয়া (৫৫)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে জীবননগরের শিয়ালমারি এবং দামুড়হুদার ডুগডুগি পশুহাটের দিন অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয়। গত কয়েক সপ্তাহে কয়েকজনকে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গতকাল সোমবার ডুগডুগি পশুর হাটে এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য জনতার হাতে আটক হন বাচ্চু মিয়া।
জানা গেছে, নোয়াখালীর কেশারপাড় গ্রামের গরু ব্যবসায়ী জসীম উদ্দীন গরু কেনার জন্য সোমবার ডুগডুগি পশুহাটে এসেছিলেন। পশুহাটের পাশে একটি চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে বসে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তবে অল্পের জন্য তার টাকা-পয়সা রক্ষা পায়। এসময় টের পেয়ে স্থানীয় লোকজন অজ্ঞান পার্টির সদস্য ঝালকাঠি জেলার মোল্লাহাট গ্রামের বাচ্চু মিয়াকে আটক করে। পরে তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক। পরে জিয়াউল হক ভুঁইয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকি সদস্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ডুগডুগি পশুহাটে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

হাতেনাতে আটক প্রতারককে গণধোলাই

আপলোড টাইম : ০১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

দামুড়হুদার ডুগডুগি পশুর হাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ব্যবসায়ী। এসময় জনগণের হাতে আটক হয়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য। পরে তাকে দামুড়হুদা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই গরু ব্যবসায়ীর নাম জসীম উদ্দীন (৩৮)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় গ্রামের রেজু মিয়া ছেলে। আটককৃত প্রতারক হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার মোল্লাহাট গ্রামের মৃত কাসেম মিঞার ছেলে বাচ্চু মিয়া (৫৫)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে জীবননগরের শিয়ালমারি এবং দামুড়হুদার ডুগডুগি পশুহাটের দিন অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয়। গত কয়েক সপ্তাহে কয়েকজনকে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গতকাল সোমবার ডুগডুগি পশুর হাটে এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য জনতার হাতে আটক হন বাচ্চু মিয়া।
জানা গেছে, নোয়াখালীর কেশারপাড় গ্রামের গরু ব্যবসায়ী জসীম উদ্দীন গরু কেনার জন্য সোমবার ডুগডুগি পশুহাটে এসেছিলেন। পশুহাটের পাশে একটি চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে বসে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তবে অল্পের জন্য তার টাকা-পয়সা রক্ষা পায়। এসময় টের পেয়ে স্থানীয় লোকজন অজ্ঞান পার্টির সদস্য ঝালকাঠি জেলার মোল্লাহাট গ্রামের বাচ্চু মিয়াকে আটক করে। পরে তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক। পরে জিয়াউল হক ভুঁইয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকি সদস্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।