ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেলই কাল হলো হাসিবুলের

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৪:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথেই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে হাসাবুল মল্লিক। তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

     প্রতক্ষদর্শীদের মতে, দ্রুত গতিতে দামুড়হুদার দিকে যাচ্ছিল হাসাবুল মল্লিক। তিনি উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসাবুল মল্লিককে মৃত ঘোষণা করেন।

     পরিবার সূত্র জানায়, গতকাল দুপুরেই মোটরসাইকেল কেনার জন্য আলমডাঙ্গার মোটরসাইকেল হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসাবুল মল্লিক। হাট থেকে একটি পছন্দের পালসার মোটরসাইকেল কেনার পর ওই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, নতুন মোটরসাইকেলটি ওই যুবকের মৃত্যুর কারণ হলো। হাসাবুলের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাবাসীরা মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

     দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের নিয়ন্তন্ত্রণ হারিয়ে হাসাবুল নামের একজন যুবকের মৃত্যু হয়েছে। এতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মোটরসাইকেলই কাল হলো হাসিবুলের

আপলোড টাইম : ০৪:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথেই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে হাসাবুল মল্লিক। তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

     প্রতক্ষদর্শীদের মতে, দ্রুত গতিতে দামুড়হুদার দিকে যাচ্ছিল হাসাবুল মল্লিক। তিনি উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসাবুল মল্লিককে মৃত ঘোষণা করেন।

     পরিবার সূত্র জানায়, গতকাল দুপুরেই মোটরসাইকেল কেনার জন্য আলমডাঙ্গার মোটরসাইকেল হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসাবুল মল্লিক। হাট থেকে একটি পছন্দের পালসার মোটরসাইকেল কেনার পর ওই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, নতুন মোটরসাইকেলটি ওই যুবকের মৃত্যুর কারণ হলো। হাসাবুলের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাবাসীরা মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

     দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের নিয়ন্তন্ত্রণ হারিয়ে হাসাবুল নামের একজন যুবকের মৃত্যু হয়েছে। এতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।