ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাসের উদ্বোধন

এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যাওয়া যাবে জাপান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / ৭৮ বার পড়া হয়েছে

‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার জাফরপুরে মেহেরুন লিমিটেড ও মেডিকেয়ার জাপান-এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করেন মেডিকেয়ার জাপান-এর চেয়ারম্যান জাপান প্রবাসী ড. শেখ আলীমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত বছর থেকে জাপানে বিশেষায়িত দক্ষ কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হয়েছে আমাদের দেশের নাম। এর ফলে জাপানের শ্রমবাজারে আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ৬১ হাজার বাংলাদেশী কর্মী প্রেরণের পথ সুগম হবে। যার মধ্যে কেয়ারগিভার এর সংখ্যা প্রায় ৬০ হাজার। আপনারা লক্ষ্য করলে দেখবেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তুলনায় খুলনা বিভাগে প্রবাসীর সংখ্যা জাপানসহ বিভিন্ন দেশে বেশ কম। আমরা আশা করি এই প্রকল্পের মাধ্যমে সেই ব্যবধান কমানো সম্ভব হবে।

মেহেরুন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফসির আহমেদ তুহিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ মালেকা পারভীন, ডেপুটি কো-অর্ডিনেটর নাজমুল কবির ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেডের ইন্সট্রাক্টর আনোয়ার কবির।

বিশেষ অতিথির বক্তব্যে মিস মালেকা পারভীন বলেন, স্বল্প শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। সরকার অনুমোদিত এই ইনস্টিটিউটে কেয়ারগিভার কোর্স, জাপানি ভাষা শিক্ষা, আইইএলটিএস, কম্পিউটার ট্রেইনিংসহ বিভিন্ন কোর্স আছে। অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য হচ্ছে বিশেষায়িত দক্ষ কর্মী তৈরি করে জাপানসহ উন্নত বিশ্বের দেশগুলোতে কর্মসংস্থানের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা। বর্তমানে ঢাকা ও খুলনায় আমাদের ক্যাম্পাস রয়েছে। এবার আমরা জাপান প্রবাসীর দুইজন দেশ প্রেমিকের সহায়তায় চুয়াডাঙ্গা ক্যাম্পাস শুরু করছি। আমরা প্রশিক্ষণের মাধ্যমে চুয়াডাঙ্গার বেকার যুবক-যুবতীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে জাপানসহ বিভিন্ন দেশে কর্মস্থানের সুযোগ সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা করব। আশা করি, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন আমাদের সব ধরণের সহযোগিতা করবে।

মেহেরুন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফসির আহমেদ তুহিন জানান, ৩০ বছর আগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ করে তিনি জাপানে গমন করেন। সেখানে একটি প্রতিষ্ঠানে আরও দক্ষতা ও অভিজ্ঞতা লাভ করেন। পরবর্তীতে গড়ে তোলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান মেহেরুন লিমিটেড, বর্তমানে যেখানে জাপানি ও প্রবাসী বাংলাদেশীসহ অনেক দক্ষ ব্যক্তি কাজ করছেন। তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ জাপানে দক্ষ জনশক্তির সংকট বেড়েই চলেছে। তাই দেশটি ঘাটতি মেটাতে নেপাল, শ্রীলংকা, ভারত থেকে প্রচুর কর্মী নিয়ে থাকে। পক্ষান্তরে লক্ষ্য করা যায় দক্ষতায় ঘাটতি থাকার কারণে বাংলাদেশ থেকে জাপানে কর্মী আসার হার খুব কম। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সেই প্রেক্ষাপটেই আমার কোম্পানি মেহেরুন লিমিটেড এবং মেডিকেয়ার জাপানের যৌথ উদ্যোগে অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে চুয়াডাঙ্গা এলাকার তরুণ প্রজন্ম বিভিন্ন পেশাভিত্তিক বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। আমরা কেয়ারগিভার ও ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করছি, ভবিষ্যতে অন্যান্য বিষয়েরও প্রশিক্ষণ কোর্স শুরু হবে। আমাদের এখানে যারা কেয়ারগিভার ও জাপানি ভাষা শেখার কোর্স সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হতে পারবেন, তাদের জাপান যাওয়ার সুযোগ থাকবে। চুয়াডাঙ্গার প্রবাসী সন্তান হিসাবে আমি এলাকাবাসীর মঙ্গলের জন্য কাজ করে যাবো। এসময় অত্র অঞ্চলের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানভীর আহমেদ শাহীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাসের উদ্বোধন

এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যাওয়া যাবে জাপান

আপলোড টাইম : ১০:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার জাফরপুরে মেহেরুন লিমিটেড ও মেডিকেয়ার জাপান-এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করেন মেডিকেয়ার জাপান-এর চেয়ারম্যান জাপান প্রবাসী ড. শেখ আলীমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত বছর থেকে জাপানে বিশেষায়িত দক্ষ কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হয়েছে আমাদের দেশের নাম। এর ফলে জাপানের শ্রমবাজারে আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ৬১ হাজার বাংলাদেশী কর্মী প্রেরণের পথ সুগম হবে। যার মধ্যে কেয়ারগিভার এর সংখ্যা প্রায় ৬০ হাজার। আপনারা লক্ষ্য করলে দেখবেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তুলনায় খুলনা বিভাগে প্রবাসীর সংখ্যা জাপানসহ বিভিন্ন দেশে বেশ কম। আমরা আশা করি এই প্রকল্পের মাধ্যমে সেই ব্যবধান কমানো সম্ভব হবে।

মেহেরুন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফসির আহমেদ তুহিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ মালেকা পারভীন, ডেপুটি কো-অর্ডিনেটর নাজমুল কবির ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেডের ইন্সট্রাক্টর আনোয়ার কবির।

বিশেষ অতিথির বক্তব্যে মিস মালেকা পারভীন বলেন, স্বল্প শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। সরকার অনুমোদিত এই ইনস্টিটিউটে কেয়ারগিভার কোর্স, জাপানি ভাষা শিক্ষা, আইইএলটিএস, কম্পিউটার ট্রেইনিংসহ বিভিন্ন কোর্স আছে। অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য হচ্ছে বিশেষায়িত দক্ষ কর্মী তৈরি করে জাপানসহ উন্নত বিশ্বের দেশগুলোতে কর্মসংস্থানের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা। বর্তমানে ঢাকা ও খুলনায় আমাদের ক্যাম্পাস রয়েছে। এবার আমরা জাপান প্রবাসীর দুইজন দেশ প্রেমিকের সহায়তায় চুয়াডাঙ্গা ক্যাম্পাস শুরু করছি। আমরা প্রশিক্ষণের মাধ্যমে চুয়াডাঙ্গার বেকার যুবক-যুবতীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে জাপানসহ বিভিন্ন দেশে কর্মস্থানের সুযোগ সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা করব। আশা করি, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন আমাদের সব ধরণের সহযোগিতা করবে।

মেহেরুন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফসির আহমেদ তুহিন জানান, ৩০ বছর আগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ করে তিনি জাপানে গমন করেন। সেখানে একটি প্রতিষ্ঠানে আরও দক্ষতা ও অভিজ্ঞতা লাভ করেন। পরবর্তীতে গড়ে তোলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান মেহেরুন লিমিটেড, বর্তমানে যেখানে জাপানি ও প্রবাসী বাংলাদেশীসহ অনেক দক্ষ ব্যক্তি কাজ করছেন। তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ জাপানে দক্ষ জনশক্তির সংকট বেড়েই চলেছে। তাই দেশটি ঘাটতি মেটাতে নেপাল, শ্রীলংকা, ভারত থেকে প্রচুর কর্মী নিয়ে থাকে। পক্ষান্তরে লক্ষ্য করা যায় দক্ষতায় ঘাটতি থাকার কারণে বাংলাদেশ থেকে জাপানে কর্মী আসার হার খুব কম। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সেই প্রেক্ষাপটেই আমার কোম্পানি মেহেরুন লিমিটেড এবং মেডিকেয়ার জাপানের যৌথ উদ্যোগে অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে চুয়াডাঙ্গা এলাকার তরুণ প্রজন্ম বিভিন্ন পেশাভিত্তিক বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। আমরা কেয়ারগিভার ও ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করছি, ভবিষ্যতে অন্যান্য বিষয়েরও প্রশিক্ষণ কোর্স শুরু হবে। আমাদের এখানে যারা কেয়ারগিভার ও জাপানি ভাষা শেখার কোর্স সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হতে পারবেন, তাদের জাপান যাওয়ার সুযোগ থাকবে। চুয়াডাঙ্গার প্রবাসী সন্তান হিসাবে আমি এলাকাবাসীর মঙ্গলের জন্য কাজ করে যাবো। এসময় অত্র অঞ্চলের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানভীর আহমেদ শাহীন।