ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শহীদ জিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বুকে কালো ব্যাজ ধারণ করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। দেশে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগের দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে আবারও আওয়ামী লীগের দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রউফুর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হক পল্টু।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদস্যসচিব হাকিম মুন্সিসহ সদর উপজেলা ও পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান। পরে শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়, কেদারগঞ্জ বাজার, ভেমরুল্লাহ, নিলার মোড়, সাহিত্য পরিষদ চত্বর, সদর হাসপাতাল চত্বর, বেলগাছি রেলগেট, ফার্মপাড়া, রেল স্টেশন, একাডেমি মোড়, সাতগাড়ি মোড়সহ শহরের বিভন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কর্মসূচি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ভি জে স্কুল রোডস্থ জেলা ছাত্রদলের কার্যালয়ে এর আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবির আকাশ, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, যুগ্ম সম্পাদক আহাদ আলী রাজা, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সামা, সহ-সাংগঠনিক রাশিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমেদ, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের চাতাল মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা জাসস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আলম কনক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভসহ আলমডাঙ্গা উপজেলার, পৌর, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দর্শনা:
দর্শনা থানা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য জনাব হাবিবুর রহমান বুলেট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য জনাব নাহারুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সদস্য মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সদস্য জনাব লুৎফর রহমান, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সফিউল্লাহ সফি, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক মহন, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম লিংকন, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী মজনু, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, দর্শনা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নান মাস্টার, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামাউল, যুগ্ম আহ্বায়ক সুজন, দর্শনা পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুকিত, সদস্য মামুন ও ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিম, যুগ্ম আহ্বায়ক রাজু ওয়াসিম, সদস্য সয়েব, ফারুক, মাহফুজ, মামুন, রিদয়, সাওন, ফারুক, রিমনসহ থানা ছাত্রদলের নেতৃবৃন্দু। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন।

গাংনী:
গাংনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। জেলা যুবদলের সিনিয়ার সহসভাপতি আব্দাল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দোয়া আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়ে। গতকাল সকাল থেকে পৌর এলাকার ২৯টি পাড়া-মহল্লায় মাইকে জিয়াউর রহমানের ভাষণ বাজানো হয়। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল এবং রক্তদান কর্মসূচি পালন করে। সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। এসময় তিনি এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশে চাকরবাকরের সম্পদ দেখে মালিকের সিন্দুকের গভীরতা সহজে অনুমান করা যাচ্ছে। তিনি বলেন, দেশের সচল অর্থনীতি উন্নয়ন করে নয়, লুটপাট করে পঙ্গু করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ অর্জন দেখে শেখ হাসিনার অন্যান্য চাকর-বাকরদের অবৈধ সম্পদের হিসাব পরিমাপ করা যায়।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পাননু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান শেখর, শাহজাহান আলী, আবুল বাশার বাশি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ জন নেতা-কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত অসহায় অসুস্থ রোগীদের দেওয়ার জন্য সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। এদিকে বিকেলে এক দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আল মাহদী লিপিআর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শহীদ জিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

আপলোড টাইম : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বুকে কালো ব্যাজ ধারণ করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। দেশে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগের দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে আবারও আওয়ামী লীগের দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রউফুর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হক পল্টু।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদস্যসচিব হাকিম মুন্সিসহ সদর উপজেলা ও পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান। পরে শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়, কেদারগঞ্জ বাজার, ভেমরুল্লাহ, নিলার মোড়, সাহিত্য পরিষদ চত্বর, সদর হাসপাতাল চত্বর, বেলগাছি রেলগেট, ফার্মপাড়া, রেল স্টেশন, একাডেমি মোড়, সাতগাড়ি মোড়সহ শহরের বিভন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কর্মসূচি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ভি জে স্কুল রোডস্থ জেলা ছাত্রদলের কার্যালয়ে এর আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবির আকাশ, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, যুগ্ম সম্পাদক আহাদ আলী রাজা, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সামা, সহ-সাংগঠনিক রাশিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমেদ, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের চাতাল মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা জাসস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আলম কনক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভসহ আলমডাঙ্গা উপজেলার, পৌর, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দর্শনা:
দর্শনা থানা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য জনাব হাবিবুর রহমান বুলেট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য জনাব নাহারুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সদস্য মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সদস্য জনাব লুৎফর রহমান, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সফিউল্লাহ সফি, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক মহন, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম লিংকন, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী মজনু, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, দর্শনা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নান মাস্টার, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামাউল, যুগ্ম আহ্বায়ক সুজন, দর্শনা পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুকিত, সদস্য মামুন ও ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিম, যুগ্ম আহ্বায়ক রাজু ওয়াসিম, সদস্য সয়েব, ফারুক, মাহফুজ, মামুন, রিদয়, সাওন, ফারুক, রিমনসহ থানা ছাত্রদলের নেতৃবৃন্দু। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন।

গাংনী:
গাংনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। জেলা যুবদলের সিনিয়ার সহসভাপতি আব্দাল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দোয়া আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়ে। গতকাল সকাল থেকে পৌর এলাকার ২৯টি পাড়া-মহল্লায় মাইকে জিয়াউর রহমানের ভাষণ বাজানো হয়। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল এবং রক্তদান কর্মসূচি পালন করে। সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। এসময় তিনি এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশে চাকরবাকরের সম্পদ দেখে মালিকের সিন্দুকের গভীরতা সহজে অনুমান করা যাচ্ছে। তিনি বলেন, দেশের সচল অর্থনীতি উন্নয়ন করে নয়, লুটপাট করে পঙ্গু করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ অর্জন দেখে শেখ হাসিনার অন্যান্য চাকর-বাকরদের অবৈধ সম্পদের হিসাব পরিমাপ করা যায়।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পাননু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান শেখর, শাহজাহান আলী, আবুল বাশার বাশি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ জন নেতা-কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত অসহায় অসুস্থ রোগীদের দেওয়ার জন্য সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। এদিকে বিকেলে এক দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আল মাহদী লিপিআর।