ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্রোপচারের পর ভালো আছেন ইউপি চেয়ারম্যান হান্নান

৩৬ ঘণ্টা পেরোলেও ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে, পুলিশি অভিযান অব্যহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় ৩৬ ঘণ্টা পেরোলেও ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না হলেও ঘাতকদের ধরতে অভিযান অব্যহত ছিল বলে জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। এদিকে, ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চেয়ারম্যান আব্দুল হান্নানের অস্ত্রপচারের পর তার অবস্থা উন্নতির দিকে ছিল। গতকাল রাতে চেয়ারম্যানের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, জখম ইউপি চেয়ারম্যান ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি ভালো আছেন। হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি। আমাদের একাধিক টিম ঘাতকদের ধরতে কাজ করছে। বেশকিছু তথ্য ইতোমধ্যে আমাদের হাতে এসছে। দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের হেফাজতে নেয়া হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না। ঘাতকদের হেফাজতে নেয়ার পর পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান আব্দুল হান্নান দর্শনায় ব্যক্তিগত কাজ শেষে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোল্লাবাড়ির সামনে পৌঁছালে হেলমেট পরিহিত দুজন মোটরসাইকেলযোগে পেছন থেকে তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে দ্রুত ইউনিয়ন পরিষদে চলে আসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে জখম গুরুতর ও ফুঁসফুঁসে ক্ষত সৃষ্টি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে দুপুরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টার) ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অস্ত্রোপচারের পর ভালো আছেন ইউপি চেয়ারম্যান হান্নান

৩৬ ঘণ্টা পেরোলেও ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে, পুলিশি অভিযান অব্যহত

আপলোড টাইম : ০৭:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় ৩৬ ঘণ্টা পেরোলেও ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না হলেও ঘাতকদের ধরতে অভিযান অব্যহত ছিল বলে জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। এদিকে, ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চেয়ারম্যান আব্দুল হান্নানের অস্ত্রপচারের পর তার অবস্থা উন্নতির দিকে ছিল। গতকাল রাতে চেয়ারম্যানের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, জখম ইউপি চেয়ারম্যান ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি ভালো আছেন। হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি। আমাদের একাধিক টিম ঘাতকদের ধরতে কাজ করছে। বেশকিছু তথ্য ইতোমধ্যে আমাদের হাতে এসছে। দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের হেফাজতে নেয়া হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না। ঘাতকদের হেফাজতে নেয়ার পর পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান আব্দুল হান্নান দর্শনায় ব্যক্তিগত কাজ শেষে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোল্লাবাড়ির সামনে পৌঁছালে হেলমেট পরিহিত দুজন মোটরসাইকেলযোগে পেছন থেকে তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে দ্রুত ইউনিয়ন পরিষদে চলে আসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে জখম গুরুতর ও ফুঁসফুঁসে ক্ষত সৃষ্টি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে দুপুরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টার) ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়।