ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৭২ বার পড়া হয়েছে

১০ জন গুণী শিল্পীর মাঝে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২২-২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতি গুণীদের সম্মান দিতে জানে বলেই এ ভূখণ্ডে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। যার নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিল্প, সাহিত্য চর্চার বিকল্প নেই। শিল্প সাংস্কৃতি চর্চার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার মানুষ হতে সাংস্কৃতিক চর্চা করতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গ পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ আরও অনেকে।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ পদক প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন- মো. জয়নাল আবেদীন (যাত্রা শিল্পী) বাউল পরিষদ (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. আছমত আলী বিশ্বাস (কণ্ঠশিল্পী), চিত্তরঞ্জন সাহা চিতু (আবৃত্তি) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ পদক প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন- আতিকুর রহমান (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. ইকবাল হোসেন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), তুহিন সুলতানা (কণ্ঠশিল্পী), আলাউদ্দিন উমর (নাট্যকলা) ও আসিফ জাহান (আবৃতি)।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে

আপলোড টাইম : ০৮:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

১০ জন গুণী শিল্পীর মাঝে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২২-২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতি গুণীদের সম্মান দিতে জানে বলেই এ ভূখণ্ডে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। যার নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিল্প, সাহিত্য চর্চার বিকল্প নেই। শিল্প সাংস্কৃতি চর্চার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার মানুষ হতে সাংস্কৃতিক চর্চা করতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গ পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ আরও অনেকে।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ পদক প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন- মো. জয়নাল আবেদীন (যাত্রা শিল্পী) বাউল পরিষদ (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. আছমত আলী বিশ্বাস (কণ্ঠশিল্পী), চিত্তরঞ্জন সাহা চিতু (আবৃত্তি) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ পদক প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন- আতিকুর রহমান (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. ইকবাল হোসেন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), তুহিন সুলতানা (কণ্ঠশিল্পী), আলাউদ্দিন উমর (নাট্যকলা) ও আসিফ জাহান (আবৃতি)।