ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে জয়ের পথে আ.লীগ প্রার্থী

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপ-নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সরে দাঁড়িয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা নিজেদের মনোনয়পত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার ছাড়া আর কোনো প্রার্থী নেই।

জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, ঝিনাইদহ-১ আসনের সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। গতকাল শনিবার ১৮ মে মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অপর দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের করে নেন। ফলে বলা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নায়েব আলী জোয়ারদার সংসদ সদস্য হিসেবে জয়ী হওয়ার পথে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। উল্লেখ্য, গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে জয়ের পথে আ.লীগ প্রার্থী

আপলোড টাইম : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপ-নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সরে দাঁড়িয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা নিজেদের মনোনয়পত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার ছাড়া আর কোনো প্রার্থী নেই।

জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, ঝিনাইদহ-১ আসনের সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। গতকাল শনিবার ১৮ মে মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অপর দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের করে নেন। ফলে বলা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নায়েব আলী জোয়ারদার সংসদ সদস্য হিসেবে জয়ী হওয়ার পথে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। উল্লেখ্য, গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।