ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে হাতুড়িসহ চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থক গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / ৪৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রাম থেকে চার যুবককে হাতুড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণকান্দি গ্রামের বাবুর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), পাশর্^বর্তী ভবানীপুর গ্রামের পল্টন হোসেন (৩৬), তাহেরহুদা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাকিব হোসেন (২২) ও একই গ্রামের গোপাল মন্ডলের ছেলে তুষার আহম্মেদ (২০)। গ্রেপ্তারকৃত ওই চার যুবক হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিকের আনারস প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, রাতে সড়কে তাদের নিয়মিত টহল চলছিল। তখন ওই এলাকা দিয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নেতৃত্বে সাতটি মোটরসাইকেলের একটি বহর যাচ্ছিল। এসময় তাদের দাঁড় করিয়ে দেহ তল্লাশি করে হাতুড়ি পাওয়া যায়। এসময় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদ অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। তবে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ নিজের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে জানান, তিনি সেখানে ছিলেন না। এটি তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার মাত্র। তিনি জানান, হাতুড়িসহ কয়েকজন গ্রেপ্তারের কথা লোকমুখে তিনি শুনেছেন।

গ্রেপ্তারকৃতরা আনারস প্রতীকের কর্মী কি না জানতে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিকের মোবাইল ফোনে কল দেওয়া হলেও রিসিভ করেননি। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে জানান, গত সোমবার মধ্যরাতে চারজনকে হাতুড়িসহ  গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে হাতুড়িসহ চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রাম থেকে চার যুবককে হাতুড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণকান্দি গ্রামের বাবুর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), পাশর্^বর্তী ভবানীপুর গ্রামের পল্টন হোসেন (৩৬), তাহেরহুদা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাকিব হোসেন (২২) ও একই গ্রামের গোপাল মন্ডলের ছেলে তুষার আহম্মেদ (২০)। গ্রেপ্তারকৃত ওই চার যুবক হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিকের আনারস প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, রাতে সড়কে তাদের নিয়মিত টহল চলছিল। তখন ওই এলাকা দিয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নেতৃত্বে সাতটি মোটরসাইকেলের একটি বহর যাচ্ছিল। এসময় তাদের দাঁড় করিয়ে দেহ তল্লাশি করে হাতুড়ি পাওয়া যায়। এসময় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদ অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। তবে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ নিজের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে জানান, তিনি সেখানে ছিলেন না। এটি তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার মাত্র। তিনি জানান, হাতুড়িসহ কয়েকজন গ্রেপ্তারের কথা লোকমুখে তিনি শুনেছেন।

গ্রেপ্তারকৃতরা আনারস প্রতীকের কর্মী কি না জানতে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিকের মোবাইল ফোনে কল দেওয়া হলেও রিসিভ করেননি। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে জানান, গত সোমবার মধ্যরাতে চারজনকে হাতুড়িসহ  গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে।