ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ভোটকেন্দ্রে ঢুকতে সাংবাদিকদের অনুমতির প্রয়োজন নেই’

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৪:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / ১১৯ বার পড়া হয়েছে

আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু হবে। নির্বাচন একটি টিম ওয়ার্ক, টিমের সকল সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ কর্মকর্তারা নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে আশা ব্যক্ত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবঃ)।

গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সরকারি কেসি কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ আশা ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান ও জেলা নির্বাচন অফিসার মোখলেচুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান আরও বলেন, সাংবাদিকদের ভোট কেন্দ্রে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন নেই। নির্বাচন কমিশন হচ্ছে সাংবাদিক বান্ধব। কারণ তাদের ভিডিও ফুটেজে দেখে ব্যবস্থা গ্রহণ করা যায়। তবে অবশ্যই সেটা হতে হবে প্রকৃত সাংবাদিক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

‘ভোটকেন্দ্রে ঢুকতে সাংবাদিকদের অনুমতির প্রয়োজন নেই’

আপলোড টাইম : ০৪:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু হবে। নির্বাচন একটি টিম ওয়ার্ক, টিমের সকল সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ কর্মকর্তারা নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে আশা ব্যক্ত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবঃ)।

গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সরকারি কেসি কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ আশা ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান ও জেলা নির্বাচন অফিসার মোখলেচুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান আরও বলেন, সাংবাদিকদের ভোট কেন্দ্রে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন নেই। নির্বাচন কমিশন হচ্ছে সাংবাদিক বান্ধব। কারণ তাদের ভিডিও ফুটেজে দেখে ব্যবস্থা গ্রহণ করা যায়। তবে অবশ্যই সেটা হতে হবে প্রকৃত সাংবাদিক।