ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে মনিটরিং করার তাগিদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৯৮ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুরে ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয়- স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গন্ধুর বাংলাদেশ। দিবসটিতে সারা দেশের জেলা পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, পথ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও সংবাদপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিবের বাণীসহ আইনগত সহায়তা বিষয়ক প্রতিবেদন সম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, রেডিও-টেলিভিশনে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত টকশো/মুক্ত আলোচনা, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে।

চুয়াডাঙ্গা:
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার চারটি উপজেলার প্রধান প্রধান স্থানে সাইনবোর্ড দিয়ে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে প্রচার করা যায় কি না, সে বিষয়ে কাজ করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে মনিটরিং করতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে অবহিত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর চিন্তাভাবনা ছিল সাধারণ মানুষকে নিয়ে। তিনি এ দেশের সাধারণ মানুষের জন্য চিন্তা করে গেছেন। আজ তিনি নেই, কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মুসরাত জেরীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহ. লুৎফর রহমান শিশির, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সরকারি কৌশুলী মো. আশরাফুল ইসলাম খোকন, পিপি অ্যাড. বেলাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহ. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন প্রমুখ। আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাইফুদ্দিন হোসাইন সভার কার্যবিবরণীসহ বিস্তারিত উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বাদী ও বিবাদীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় সুবিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে আর্থিক অসচ্ছল ও অন্যান্য কারণে যারা ন্যায়বিচার প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০ সালে যুগান্তকারী ও জনবান্ধব আইন সহায়তা কমিটি সংক্রান্ত আইনটি প্রণয়ন করে। সরকারের সুদৃষ্টি ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রতিনিয়ত সমাজের সুবিধাবঞ্চিত বিচার প্রত্যাশীরা আইনের সহায়তা পাচ্ছে। এসময় পুলিশ সুপার বলেন, বিচারিক কার্যক্রমের সাথে জড়িত সকল সম্মানিত স্টেকহোল্ডারগণের তৎপরতায় বিচার প্রত্যাশীদের দ্রুততম সময়ে আইনগত সহায়তা প্রদান করে সুবিচার পাইতে সহায়তা করলেই বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সফল বাস্তবায়ন হবে।

লিগ্যাল এইডে সঠিক বিচার পেয়ে উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন মেঘনা খাতুন, নাজমা খাতুন ও সাবলু হক। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে এবং ফিতে কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এদিকে, আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবী অ্যাড. আফরুজা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আফরুজা আক্তারের পক্ষে তার স্বামী অ্যাড. রফিকুল ইসলাম প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথির নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা আইনজীবী সমিতির নের্তৃবৃন্দসহ আরও অনেকে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভায় মধ্যদিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা লিগাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, এনজিও প্রতিনিধি আরশেদ আলী, ইউপি সচিব আমিরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তবে ইউএনও স্নিগ্ধা দাস বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ে লিগাল এইড কমিটি আছে। কিন্তু শুধু কমিটি করে বসে থাকলে চলবে না, যারা অসহায়, বিচার না পেয়ে দারে দারে ঘোরে তাদেরকে সরকার লিগাল এইডের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করে থাকেন।

দামুড়হুদা:
দামুড়হুদা জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা লিগাল এইড কমিটির আয়োজনে সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা এর সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হিমেল রানা, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, নারী মুক্তি কল্যাণ সংস্থার প্রকল্প পরিচালক তৌহিদা পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মারিয়া মাহবুবা, সিইও ফয়জুল হক সহ প্রমুখ। বক্তারা বলেন, লিগ্যাল এইড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহতী উদ্যোগ। ন্যায় সঙ্গতভাবে সবাই যেন সমভাবে আইনী সহায়তা পান। অসহায় ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা পেতে এবং যেকোন পর্যায়ের ব্যক্তির আইনগত পরামর্শ গ্রহণ ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করতে পারবেন। বিরোধ হলেই মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়। পারিবারিক, দেওয়ানি এবং আপসযোগ্য মামলায় বিজ্ঞ আদালত থেকে প্রেরণ করলে কিংবা সরাসরি লিগ্যাল এইড অফিসে অভিযোগের মাধ্যমে পক্ষদের মধ্যে লিগাল এইড অফিসারের মধ্যস্থতায় আপস করতে পারবেন। আপসের মাধ্যমে নিষ্পত্তিতে উভয়পক্ষ লাভবান হয় এবং সময় ও অর্থের অপচয় রোধ হয়।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীন ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা নূরুন নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা আইসিটি অফিসার আরিফ হোসেন, পিআইও অফিসার মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়।

মেহেরপুর:
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরেও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়রম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল ইমাম। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো. শামীম হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বককর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহাসান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ লাবনী সুলতানা পলি, জেলা বারের সভাপতি মারুফ আহমেদ বিজন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়রম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মুঞ্জুরাল ইমামের সভাপতিত্বে অতিথিরা বক্তব্য দেন। এসময় মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে বিশেষ অবদান রাখার কারণে দুইজন আইনজীবীকে সম্মাননা দেয়া হয়।

ঝিনাইদহ:
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত চত্বরে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে স্মার্ট লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে মনিটরিং করার তাগিদ

আপলোড টাইম : ০৭:২৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুরে ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয়- স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গন্ধুর বাংলাদেশ। দিবসটিতে সারা দেশের জেলা পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, পথ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও সংবাদপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিবের বাণীসহ আইনগত সহায়তা বিষয়ক প্রতিবেদন সম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, রেডিও-টেলিভিশনে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত টকশো/মুক্ত আলোচনা, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে।

চুয়াডাঙ্গা:
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার চারটি উপজেলার প্রধান প্রধান স্থানে সাইনবোর্ড দিয়ে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে প্রচার করা যায় কি না, সে বিষয়ে কাজ করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে মনিটরিং করতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে অবহিত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর চিন্তাভাবনা ছিল সাধারণ মানুষকে নিয়ে। তিনি এ দেশের সাধারণ মানুষের জন্য চিন্তা করে গেছেন। আজ তিনি নেই, কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মুসরাত জেরীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহ. লুৎফর রহমান শিশির, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সরকারি কৌশুলী মো. আশরাফুল ইসলাম খোকন, পিপি অ্যাড. বেলাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহ. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন প্রমুখ। আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাইফুদ্দিন হোসাইন সভার কার্যবিবরণীসহ বিস্তারিত উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বাদী ও বিবাদীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় সুবিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে আর্থিক অসচ্ছল ও অন্যান্য কারণে যারা ন্যায়বিচার প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০ সালে যুগান্তকারী ও জনবান্ধব আইন সহায়তা কমিটি সংক্রান্ত আইনটি প্রণয়ন করে। সরকারের সুদৃষ্টি ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রতিনিয়ত সমাজের সুবিধাবঞ্চিত বিচার প্রত্যাশীরা আইনের সহায়তা পাচ্ছে। এসময় পুলিশ সুপার বলেন, বিচারিক কার্যক্রমের সাথে জড়িত সকল সম্মানিত স্টেকহোল্ডারগণের তৎপরতায় বিচার প্রত্যাশীদের দ্রুততম সময়ে আইনগত সহায়তা প্রদান করে সুবিচার পাইতে সহায়তা করলেই বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সফল বাস্তবায়ন হবে।

লিগ্যাল এইডে সঠিক বিচার পেয়ে উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন মেঘনা খাতুন, নাজমা খাতুন ও সাবলু হক। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে এবং ফিতে কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এদিকে, আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবী অ্যাড. আফরুজা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আফরুজা আক্তারের পক্ষে তার স্বামী অ্যাড. রফিকুল ইসলাম প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথির নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা আইনজীবী সমিতির নের্তৃবৃন্দসহ আরও অনেকে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভায় মধ্যদিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা লিগাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, এনজিও প্রতিনিধি আরশেদ আলী, ইউপি সচিব আমিরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তবে ইউএনও স্নিগ্ধা দাস বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ে লিগাল এইড কমিটি আছে। কিন্তু শুধু কমিটি করে বসে থাকলে চলবে না, যারা অসহায়, বিচার না পেয়ে দারে দারে ঘোরে তাদেরকে সরকার লিগাল এইডের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করে থাকেন।

দামুড়হুদা:
দামুড়হুদা জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা লিগাল এইড কমিটির আয়োজনে সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা এর সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হিমেল রানা, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, নারী মুক্তি কল্যাণ সংস্থার প্রকল্প পরিচালক তৌহিদা পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মারিয়া মাহবুবা, সিইও ফয়জুল হক সহ প্রমুখ। বক্তারা বলেন, লিগ্যাল এইড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহতী উদ্যোগ। ন্যায় সঙ্গতভাবে সবাই যেন সমভাবে আইনী সহায়তা পান। অসহায় ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা পেতে এবং যেকোন পর্যায়ের ব্যক্তির আইনগত পরামর্শ গ্রহণ ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করতে পারবেন। বিরোধ হলেই মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়। পারিবারিক, দেওয়ানি এবং আপসযোগ্য মামলায় বিজ্ঞ আদালত থেকে প্রেরণ করলে কিংবা সরাসরি লিগ্যাল এইড অফিসে অভিযোগের মাধ্যমে পক্ষদের মধ্যে লিগাল এইড অফিসারের মধ্যস্থতায় আপস করতে পারবেন। আপসের মাধ্যমে নিষ্পত্তিতে উভয়পক্ষ লাভবান হয় এবং সময় ও অর্থের অপচয় রোধ হয়।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীন ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা নূরুন নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা আইসিটি অফিসার আরিফ হোসেন, পিআইও অফিসার মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়।

মেহেরপুর:
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরেও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়রম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল ইমাম। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো. শামীম হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বককর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহাসান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ লাবনী সুলতানা পলি, জেলা বারের সভাপতি মারুফ আহমেদ বিজন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়রম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মুঞ্জুরাল ইমামের সভাপতিত্বে অতিথিরা বক্তব্য দেন। এসময় মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে বিশেষ অবদান রাখার কারণে দুইজন আইনজীবীকে সম্মাননা দেয়া হয়।

ঝিনাইদহ:
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত চত্বরে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে স্মার্ট লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করেছে।