ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ৭৯ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পৃথক স্থানে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া, দামুড়হুদা এবং মেহেরপুরে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বিশেষ মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা সদরে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার শতশত মুসল্লি অংশ নিয়ে মহান আল্লাহ পাকের নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
মুসল্লিরা জানিয়েছেন, মহান আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বৃষ্টির প্রার্থনায় সকাল ১০টায় সময় নির্ধারণ করা হলেও অনেক আগেভাগেই মুসল্লিরা মাঠে জড় হন। নির্ধারিত সময়ে মুসল্লিরা কাতারে দাঁড়ান। নামাজের পূর্বে ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়মকানুন বলেন। পরে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। ইস্তিস্কার নামাজ শেষে মুসল্লিরা দুই হাত তুলে মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহ আশ্রয় চেয়ে অতি তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনা করেন।
উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার ধর্মীয় শিক্ষক মাওলানা মো. শফিকুল ইসলাম শফি জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানবজীবন, পশুপাখি, গাছপালা সকলেই কষ্টের মধ্যে রয়েছে। ফসলের মাঠে পানি নেই। শ্যালোমেশিনের সাহায্যে পানি দিয়েও প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ হচ্ছে না।

নামাজ আদায় শেষে মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টির দেখা না থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। বিভিন্ন স্থানে টিউবওয়েলের পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে গেছে। ফসলের মঠের বিভিন্ন খেত নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির অতি প্রয়োজন দেখা দিয়েছে। দিনমজুরের কাজ করতে জীবন শেষ হয়ে যাবার উপক্রম দেখা দিয়েছে। তবুও বসে থাকার উপায় নেই। সংসার চালাতে তীব্র দাবদাহে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে। তাই বৃষ্টির পানির জন্য নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন। আল্লাহর হুকুম হলে বৃষ্টির দেখা মিলবে ইনশাআল্লাহ।

নামাজে ইমামতি করেন দামুড়হুদা উপজেলা মসজিদের ইমাম ও দারুস সালাম মাদ্রাসার মুহাতামিম মো. রুহুল আমিন। তিনি বলেন, পবিত্র কুরআন ও হাসিদের আলোকে যতটুকু পাওয়া গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের ফলেই মহান আল্লাহর হুকুমে এমন অনাবৃষ্টি আর তীব্র খরা দেখা দেয়। তিনি আরও বলেন, এমন অনাবৃষ্টি আর খরা দেখা দিলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম সাহাবিদের সঙ্গে নিয়ে খোলা মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সেই পথেই আমরা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া ও রহমতের জন্য তওবা ও ক্ষমা প্রার্থনা করে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছি।

হাটবোয়ালিয়া:
তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল শনিবার সকাল ১০টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে মহান আল্লাহর কাছে চলমান আবহাওয়া পরিবর্তন করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজে হাটবোয়ালিয়া বাজারের সকল ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনতা শরিক হন। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুতফি সেলিম রেজা।

মেহেরপুর:
অতি তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনা করে মেহেরপুরে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল সকাল সাড়ে ৯টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নামাজ আদায় করা হয়। নামাজে মহান আল্লাহর কাছে মুসল্লিরা প্রার্থনা করে চলমান আবহাওয়া পরিবর্তণ করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজে মাঠের কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনতা অংশ নেন। নামাজে ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

আপলোড টাইম : ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পৃথক স্থানে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া, দামুড়হুদা এবং মেহেরপুরে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বিশেষ মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা সদরে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার শতশত মুসল্লি অংশ নিয়ে মহান আল্লাহ পাকের নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
মুসল্লিরা জানিয়েছেন, মহান আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বৃষ্টির প্রার্থনায় সকাল ১০টায় সময় নির্ধারণ করা হলেও অনেক আগেভাগেই মুসল্লিরা মাঠে জড় হন। নির্ধারিত সময়ে মুসল্লিরা কাতারে দাঁড়ান। নামাজের পূর্বে ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়মকানুন বলেন। পরে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। ইস্তিস্কার নামাজ শেষে মুসল্লিরা দুই হাত তুলে মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহ আশ্রয় চেয়ে অতি তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনা করেন।
উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার ধর্মীয় শিক্ষক মাওলানা মো. শফিকুল ইসলাম শফি জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানবজীবন, পশুপাখি, গাছপালা সকলেই কষ্টের মধ্যে রয়েছে। ফসলের মাঠে পানি নেই। শ্যালোমেশিনের সাহায্যে পানি দিয়েও প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ হচ্ছে না।

নামাজ আদায় শেষে মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টির দেখা না থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। বিভিন্ন স্থানে টিউবওয়েলের পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে গেছে। ফসলের মঠের বিভিন্ন খেত নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির অতি প্রয়োজন দেখা দিয়েছে। দিনমজুরের কাজ করতে জীবন শেষ হয়ে যাবার উপক্রম দেখা দিয়েছে। তবুও বসে থাকার উপায় নেই। সংসার চালাতে তীব্র দাবদাহে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে। তাই বৃষ্টির পানির জন্য নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন। আল্লাহর হুকুম হলে বৃষ্টির দেখা মিলবে ইনশাআল্লাহ।

নামাজে ইমামতি করেন দামুড়হুদা উপজেলা মসজিদের ইমাম ও দারুস সালাম মাদ্রাসার মুহাতামিম মো. রুহুল আমিন। তিনি বলেন, পবিত্র কুরআন ও হাসিদের আলোকে যতটুকু পাওয়া গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের ফলেই মহান আল্লাহর হুকুমে এমন অনাবৃষ্টি আর তীব্র খরা দেখা দেয়। তিনি আরও বলেন, এমন অনাবৃষ্টি আর খরা দেখা দিলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম সাহাবিদের সঙ্গে নিয়ে খোলা মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সেই পথেই আমরা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া ও রহমতের জন্য তওবা ও ক্ষমা প্রার্থনা করে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছি।

হাটবোয়ালিয়া:
তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল শনিবার সকাল ১০টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে মহান আল্লাহর কাছে চলমান আবহাওয়া পরিবর্তন করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজে হাটবোয়ালিয়া বাজারের সকল ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনতা শরিক হন। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুতফি সেলিম রেজা।

মেহেরপুর:
অতি তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনা করে মেহেরপুরে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল সকাল সাড়ে ৯টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নামাজ আদায় করা হয়। নামাজে মহান আল্লাহর কাছে মুসল্লিরা প্রার্থনা করে চলমান আবহাওয়া পরিবর্তণ করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজে মাঠের কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনতা অংশ নেন। নামাজে ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান।