ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্য

কর্মকর্তা লাঞ্ছিত হলেও হুশ ফেরেনি!
  • আপলোড টাইম : ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ বিআরটিএ অফিসের দালালের হাতে তারিক হাসান নামে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক লাঞ্ছিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বিআরটিএ অফিসে এই লাঞ্ছিতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের কর্মস্থল বিআরটিএ অফিসে নিজকক্ষে অবস্থান করছিলেন মোটরযান পরিদর্শক তারিক হাসান। এসময় ওলিয়ার রহমান নামের এক দালাল তারিক হাসানের রুমের মধ্যে ঢুকে গালিগালাজ শুরু করেন। তারিক হাসান অফিস থেকে তাকে বের হতে বললে ওলিয়ার তার ওপর চড়াও হয়। বিষয়টি দেখে অফিসের অন্যরা এগিয়ে এলে দালালরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঝিনাইদহ বিআরটির মোটরযান পরিদর্শক তারিক হাসান বলেন, ‘দালাল ওলিয়ারকে অফিসের বাইরে যেতে বলায় তারা আমার ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে তেড়ে আসে। এছাড়াও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’ তিনি আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করবেন বলে জানান।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ বিআরটির সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, কিছু দালাল চক্র অফিসের মধ্যে প্রবেশ করে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। এ ধরনের ঘটনা এড়াতে অনতিবিলম্বে দালালচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ঝিনাইদহ বিআরটিএর কতিপয় কর্মকর্তা এই দালালদের মাধ্যমেই অর্থ উপার্জন করেন বলে কথিত আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্য

আপলোড টাইম : ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

ঝিনাইদহ বিআরটিএ অফিসের দালালের হাতে তারিক হাসান নামে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক লাঞ্ছিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বিআরটিএ অফিসে এই লাঞ্ছিতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের কর্মস্থল বিআরটিএ অফিসে নিজকক্ষে অবস্থান করছিলেন মোটরযান পরিদর্শক তারিক হাসান। এসময় ওলিয়ার রহমান নামের এক দালাল তারিক হাসানের রুমের মধ্যে ঢুকে গালিগালাজ শুরু করেন। তারিক হাসান অফিস থেকে তাকে বের হতে বললে ওলিয়ার তার ওপর চড়াও হয়। বিষয়টি দেখে অফিসের অন্যরা এগিয়ে এলে দালালরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঝিনাইদহ বিআরটির মোটরযান পরিদর্শক তারিক হাসান বলেন, ‘দালাল ওলিয়ারকে অফিসের বাইরে যেতে বলায় তারা আমার ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে তেড়ে আসে। এছাড়াও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’ তিনি আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করবেন বলে জানান।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ বিআরটির সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, কিছু দালাল চক্র অফিসের মধ্যে প্রবেশ করে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। এ ধরনের ঘটনা এড়াতে অনতিবিলম্বে দালালচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ঝিনাইদহ বিআরটিএর কতিপয় কর্মকর্তা এই দালালদের মাধ্যমেই অর্থ উপার্জন করেন বলে কথিত আছে।