ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কৃষক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, ঝিনাইদহ:
  • আপলোড টাইম : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৭৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহে কৃষক মশিউর রহমান মশি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল রোববার সকালে সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিল। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, কৃষক মশিউর রহমান মশি হত্যায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসা না পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা, সেটা নিশ্চিত করে বলা সম্ভব না। উল্লেখ্য, গত ২৯ মার্চ সদর উপজেলার গড়িয়ালা গ্রামে তার নিজ বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে কৃষক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ঝিনাইদহে কৃষক মশিউর রহমান মশি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল রোববার সকালে সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিল। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, কৃষক মশিউর রহমান মশি হত্যায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসা না পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা, সেটা নিশ্চিত করে বলা সম্ভব না। উল্লেখ্য, গত ২৯ মার্চ সদর উপজেলার গড়িয়ালা গ্রামে তার নিজ বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করে পুলিশ।