ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির ইফতার পণ্ড

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশি বাধায় উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে গেছে। পরে ওই মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির কয়েক শত নেতা-কর্মী ওই মাঠে অবস্থান করছিলেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ইফতার মাহফিল বানচালের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের একটি মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে ইফতার মাহফিল সফল করতে বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হলেও শনিবার সকালে পুলিশ এসে বন্ধ করে দেয়। এদিকে দুপুরে ইফতার মাহফিলের মাঠে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা মাঠেই যোহরের নামাজ আদায় করেন।

বিএনপির নেতা-কর্মীদের দাবি, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়েছিল। গত চার দিন ধরে মাঠ সাজানোর কাজ চলছিল। কিন্তু হঠাৎ ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ায় হতাশায় পড়েন নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, হঠাৎ শনিবার সকালে পুলিশ এসে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। মূলত শুক্রবার রাত থেকেই পুলিশ বাঁধা দিতে শুরু করে। পুলিশের বিশেষ শাখায় আবেদন করলেও তারা অনুমতি দেয়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ফাঁকা মাঠে ইফতারের আয়োজন করতে হলে অনুমতি নিতে হয়। অনুমতি না নেওয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির ইফতার পণ্ড

আপলোড টাইম : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশি বাধায় উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে গেছে। পরে ওই মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির কয়েক শত নেতা-কর্মী ওই মাঠে অবস্থান করছিলেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ইফতার মাহফিল বানচালের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের একটি মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে ইফতার মাহফিল সফল করতে বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হলেও শনিবার সকালে পুলিশ এসে বন্ধ করে দেয়। এদিকে দুপুরে ইফতার মাহফিলের মাঠে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা মাঠেই যোহরের নামাজ আদায় করেন।

বিএনপির নেতা-কর্মীদের দাবি, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়েছিল। গত চার দিন ধরে মাঠ সাজানোর কাজ চলছিল। কিন্তু হঠাৎ ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ায় হতাশায় পড়েন নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, হঠাৎ শনিবার সকালে পুলিশ এসে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। মূলত শুক্রবার রাত থেকেই পুলিশ বাঁধা দিতে শুরু করে। পুলিশের বিশেষ শাখায় আবেদন করলেও তারা অনুমতি দেয়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ফাঁকা মাঠে ইফতারের আয়োজন করতে হলে অনুমতি নিতে হয়। অনুমতি না নেওয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেওয়া হয়।