ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের হত্যা মামলার আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের রেজাউল শেখ হত্যা মামলার পলাতক আসামি আকতার হোসেনকে (৫৫) ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের বাহাদুরপুর পারটেক্স প্লাস্টিক লিমিটেডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকতার হোসেন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার মৃত নুর আলীর ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ জানান, আকতার হোসেন ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি রেজাউল শেখের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। তবে প্রাথমিক পর্যায়ে আকতার হোসেনের নাম মামলার এজাহারে উল্লেখ ছিল না। তদন্তে হত্যার অন্যতম মূল হোতা আকতার হোসেনের নাম বেরিয়ে আসে। গত বৃহস্পতিবার র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রেজাউল শেখ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি গাজীপুর সদর থানার বাহাদুরপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে অভিযানিক দলটি সেখানে যৌথ অভিযান পরিচালনা করে আকতার হোসেনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহের হত্যা মামলার আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

আপলোড টাইম : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

ঝিনাইদহের রেজাউল শেখ হত্যা মামলার পলাতক আসামি আকতার হোসেনকে (৫৫) ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের বাহাদুরপুর পারটেক্স প্লাস্টিক লিমিটেডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকতার হোসেন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার মৃত নুর আলীর ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ জানান, আকতার হোসেন ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি রেজাউল শেখের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। তবে প্রাথমিক পর্যায়ে আকতার হোসেনের নাম মামলার এজাহারে উল্লেখ ছিল না। তদন্তে হত্যার অন্যতম মূল হোতা আকতার হোসেনের নাম বেরিয়ে আসে। গত বৃহস্পতিবার র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রেজাউল শেখ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি গাজীপুর সদর থানার বাহাদুরপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে অভিযানিক দলটি সেখানে যৌথ অভিযান পরিচালনা করে আকতার হোসেনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।