ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কৃষকের ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিবেদক, ঝিনাইদহ:
  • আপলোড টাইম : ০৮:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মধুহাটিতে কামরুল লস্কার নামে এক কৃষকের ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার মধ্যরাতে কে বা কারা ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়েনের বেড়াশুলা গ্রামে মাঠে তার ৮০ শতক জমির মধ্যে ২৫ শতক জমির ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক বেড়াশুলা গ্রামের মৃত তোয়াজ উদ্দীনের ছেলে।

ক্ষতিগ্রস্ত ড্রাগন চাষি কামরুল লস্কার বলেন, ২ হাজারের বেশি ড্রাগন গাছ কেটে ফেলেছে কে বা কারা। কেটে দেওয়া গাছগুলো থেকে শুধু ১ বার ফল বিক্রি করেছি। এখন নতুন করে ফল ধরার সময় হয়েছিল। ২ বছর আগে ৮০ শতক জমিতে প্রায় ৮ হাজার ড্রাগন ফলের চারা রোপণ করেছিলাম। প্রায় ১৫-১৬ লাখ টাকা খরচ হয়েছে। ২ হাজারের বেশি গাছ কেটে ফেলায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরেক ড্রাগন চাষি আবুল কালাম আজাদ বলেন, বেড়াশুলা গ্রামের ড্রাগন চাষি কামরুল ভাইয়ের ড্রাগন বাগানের প্রত্যেকটি গাছ নিচ থেকে এক থেকে দেড় ফুট উঁচু করে কেটে দিয়ে গেছে। যা একজন কৃষকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের দাবি যে দুর্বৃত্তরা এই নেক্কার জনক কাজ করেছে তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, কে এই জঘন্য কাজ করছে তা এখনো জানা যায়নি। প্রশাসনের কাছে আবেদন এই কাজের সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে কৃষকের ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড টাইম : ০৮:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

ঝিনাইদহের মধুহাটিতে কামরুল লস্কার নামে এক কৃষকের ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার মধ্যরাতে কে বা কারা ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়েনের বেড়াশুলা গ্রামে মাঠে তার ৮০ শতক জমির মধ্যে ২৫ শতক জমির ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক বেড়াশুলা গ্রামের মৃত তোয়াজ উদ্দীনের ছেলে।

ক্ষতিগ্রস্ত ড্রাগন চাষি কামরুল লস্কার বলেন, ২ হাজারের বেশি ড্রাগন গাছ কেটে ফেলেছে কে বা কারা। কেটে দেওয়া গাছগুলো থেকে শুধু ১ বার ফল বিক্রি করেছি। এখন নতুন করে ফল ধরার সময় হয়েছিল। ২ বছর আগে ৮০ শতক জমিতে প্রায় ৮ হাজার ড্রাগন ফলের চারা রোপণ করেছিলাম। প্রায় ১৫-১৬ লাখ টাকা খরচ হয়েছে। ২ হাজারের বেশি গাছ কেটে ফেলায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরেক ড্রাগন চাষি আবুল কালাম আজাদ বলেন, বেড়াশুলা গ্রামের ড্রাগন চাষি কামরুল ভাইয়ের ড্রাগন বাগানের প্রত্যেকটি গাছ নিচ থেকে এক থেকে দেড় ফুট উঁচু করে কেটে দিয়ে গেছে। যা একজন কৃষকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের দাবি যে দুর্বৃত্তরা এই নেক্কার জনক কাজ করেছে তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, কে এই জঘন্য কাজ করছে তা এখনো জানা যায়নি। প্রশাসনের কাছে আবেদন এই কাজের সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।