ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

যেকোনো প্রকার দুর্যোগ মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৭৪ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির মহড়া, জেলা ও উপজেলা পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।

চুয়াডাঙ্গা:

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতি বা মনুষ্য সৃষ্টির কারণে যেকোনো সময় বা যেকোনো মাধ্যম দ্বারা আমাদের ওপর দুর্যোগ হানা দিতে পারে। এই দুর্যোগের যদি পূর্ব প্রস্তুতি বা দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে, সেটি আমাদের না জানা থাকে, তাহলে আমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই দুর্যোগ থেকে কীভাবে আমরা রক্ষা পাবো এবং নিজেকে কীভাবে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হবে তারই প্রস্তুতি স্বরূপ আমাদের এই মহড়া।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার এবং রেড ক্রিসেন্টের যৌথ নেতৃত্বে অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহিদুল আলম, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান প্রমুখ।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার সঞ্চালনায় সভায় প্রধান থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হামিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, কালিদাশপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু, স্কাউট অরিদ্র সূত্রধর, উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেন হাফেজ হাসান আলী, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন। দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলার কয়েকটি জরুরি মহড়ার আয়োজন করে।

মুজিবনগর:

র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়ার মধ্যদিয়ে মুজিবনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মুজিবনগর ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জাহাঙ্গীর আলম ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি শাহাজান আলী প্রমুখ।

গাংনী:

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী ফুটবল মাঠে ফায়ার সর্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. আদিলা আজহার আরশী, বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হরিণাকুণ্ডু:

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো প্রতিপাদ্যে হরিণাকুণ্ডুতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ। এর আগে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

যেকোনো প্রকার দুর্যোগ মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান

আপলোড টাইম : ০৯:৪১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির মহড়া, জেলা ও উপজেলা পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।

চুয়াডাঙ্গা:

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতি বা মনুষ্য সৃষ্টির কারণে যেকোনো সময় বা যেকোনো মাধ্যম দ্বারা আমাদের ওপর দুর্যোগ হানা দিতে পারে। এই দুর্যোগের যদি পূর্ব প্রস্তুতি বা দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে, সেটি আমাদের না জানা থাকে, তাহলে আমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই দুর্যোগ থেকে কীভাবে আমরা রক্ষা পাবো এবং নিজেকে কীভাবে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হবে তারই প্রস্তুতি স্বরূপ আমাদের এই মহড়া।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার এবং রেড ক্রিসেন্টের যৌথ নেতৃত্বে অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহিদুল আলম, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান প্রমুখ।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার সঞ্চালনায় সভায় প্রধান থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হামিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, কালিদাশপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু, স্কাউট অরিদ্র সূত্রধর, উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেন হাফেজ হাসান আলী, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন। দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলার কয়েকটি জরুরি মহড়ার আয়োজন করে।

মুজিবনগর:

র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়ার মধ্যদিয়ে মুজিবনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মুজিবনগর ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জাহাঙ্গীর আলম ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি শাহাজান আলী প্রমুখ।

গাংনী:

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী ফুটবল মাঠে ফায়ার সর্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. আদিলা আজহার আরশী, বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হরিণাকুণ্ডু:

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো প্রতিপাদ্যে হরিণাকুণ্ডুতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ। এর আগে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।