ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফুরফুরা শরীফে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ফুরফুরা শরীফের বার্ষিক ইসালে সওয়াব আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে খাস মিলাদ মাহফিলের মধ্যদিয়ে ঐতিহাসিক ইসালে সওয়াবের কার্যক্রম শুরু হয়। আগামী শুক্রবার বাদ ফজর মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী ঐতিহাসিক এই ইসালে সওয়াব শেষ হবে।

ইসলামি পণ্ডিতদের মতে, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব উপমহাদেশের মুসলমানদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে যুগ পরম্পরাগতভাবে। ন’হুজুরের জ্যৈষ্ঠ পুত্র পীরে কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ.) এঁর একমাত্র সাহেবজাদা মওলানা মোহা. জাবিহ্হুল্লাহ সিদ্দিক (মাদ্দঃ) এক বাণীতে দাদা হুজুরের সিলসিলাকে আঁকড়ে থাকার জন্য তাঁর ভক্ত, মুরীদ ও আশেকানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাদা হুজুর এই ইসালে সওয়াবের মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে এবং সমাজ থেকে শিরক, কুফরি ও বিদাত উচ্ছেদে মুখ্য ভূমিকা পালন করে যাবে ইনশাল্লাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ফুরফুরা শরীফে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব শুরু

আপলোড টাইম : ০৪:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

ঝিনাইদহ অফিস:
ফুরফুরা শরীফের বার্ষিক ইসালে সওয়াব আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে খাস মিলাদ মাহফিলের মধ্যদিয়ে ঐতিহাসিক ইসালে সওয়াবের কার্যক্রম শুরু হয়। আগামী শুক্রবার বাদ ফজর মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী ঐতিহাসিক এই ইসালে সওয়াব শেষ হবে।

ইসলামি পণ্ডিতদের মতে, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব উপমহাদেশের মুসলমানদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে যুগ পরম্পরাগতভাবে। ন’হুজুরের জ্যৈষ্ঠ পুত্র পীরে কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ.) এঁর একমাত্র সাহেবজাদা মওলানা মোহা. জাবিহ্হুল্লাহ সিদ্দিক (মাদ্দঃ) এক বাণীতে দাদা হুজুরের সিলসিলাকে আঁকড়ে থাকার জন্য তাঁর ভক্ত, মুরীদ ও আশেকানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাদা হুজুর এই ইসালে সওয়াবের মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে এবং সমাজ থেকে শিরক, কুফরি ও বিদাত উচ্ছেদে মুখ্য ভূমিকা পালন করে যাবে ইনশাল্লাহ।