ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিওরক্যাশের মাধ্যমে কেরুর আখ চাষীদের ভর্তুকির টাকা দেওয়া শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
  • / ৩৭৮ বার পড়া হয়েছে

CHUADAGA SUOR CAS PIC-29-06-16

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কেরু এ্যান্ড কোম্পানীর আখ চাষীদের ভর্তুকির টাকা মোবাইল ব্যাংকিং শিওরক্যাশের মাধ্যমে পরিশোধ করারর কাজ শুরু হয়েছে।  গতকাল রবিবার সকাল থেকে ভর্তুকির তালিকাভুক্ত কৃষকরা কেরু চিনি কলের পশ্চিম ও র্পূব জোনের প্রায় ১৮টি উনিটের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিবন্ধন করা হলে, আখচাষীরা তারা তাদের মোবাইল থেকে টাকা উত্তোলন করেন। শিওরক্যাশের চুয়াডাঙ্গা জেলার ডিস্ট্রিবিউটর এম এ মামুন জানান, এই প্রথম দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী তার কৃষকদের বিশেষ সুবিধার্তে এবং পরবর্তীতে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার ভর্তুকির টাকা তুলতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম প্রথম কৃষকদের কাছে মোবাইল ব্যাংকিং সমস্যা মনে হলেও আগামীতে এই পদ্ধতিটাই আখ চাষীদের কাছে প্রিয় হয়ে যাবে।  ভর্তুকির টাকা যদিও ২৯ তারিখ থেকে ৩ দিনের মধ্যে বন্টন করার কথা তার পরেও কৃষকদের সুবিধার্থে ৩১ তারিখের পরেও মিলগেটে টাকা দেওয়া হবে। প্রথম দিনে আখচাষীদের ভর্তুকির টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিওরক্যাশ ও কেরু এ্যান্ড কোম্পনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । এবং এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিওরক্যাশের ঢাকাস্থ অফিসার মাহাবুবুর রহমান চুয়াডাঙ্গা মেহেরপুরের টেরিটরি ম্যানেজার মানিরুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শিওরক্যাশের মাধ্যমে কেরুর আখ চাষীদের ভর্তুকির টাকা দেওয়া শুরু

আপলোড টাইম : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬

CHUADAGA SUOR CAS PIC-29-06-16

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কেরু এ্যান্ড কোম্পানীর আখ চাষীদের ভর্তুকির টাকা মোবাইল ব্যাংকিং শিওরক্যাশের মাধ্যমে পরিশোধ করারর কাজ শুরু হয়েছে।  গতকাল রবিবার সকাল থেকে ভর্তুকির তালিকাভুক্ত কৃষকরা কেরু চিনি কলের পশ্চিম ও র্পূব জোনের প্রায় ১৮টি উনিটের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিবন্ধন করা হলে, আখচাষীরা তারা তাদের মোবাইল থেকে টাকা উত্তোলন করেন। শিওরক্যাশের চুয়াডাঙ্গা জেলার ডিস্ট্রিবিউটর এম এ মামুন জানান, এই প্রথম দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী তার কৃষকদের বিশেষ সুবিধার্তে এবং পরবর্তীতে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার ভর্তুকির টাকা তুলতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম প্রথম কৃষকদের কাছে মোবাইল ব্যাংকিং সমস্যা মনে হলেও আগামীতে এই পদ্ধতিটাই আখ চাষীদের কাছে প্রিয় হয়ে যাবে।  ভর্তুকির টাকা যদিও ২৯ তারিখ থেকে ৩ দিনের মধ্যে বন্টন করার কথা তার পরেও কৃষকদের সুবিধার্থে ৩১ তারিখের পরেও মিলগেটে টাকা দেওয়া হবে। প্রথম দিনে আখচাষীদের ভর্তুকির টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিওরক্যাশ ও কেরু এ্যান্ড কোম্পনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । এবং এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিওরক্যাশের ঢাকাস্থ অফিসার মাহাবুবুর রহমান চুয়াডাঙ্গা মেহেরপুরের টেরিটরি ম্যানেজার মানিরুল ইসলাম।