ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বউমার পিটুনি ঠেকাতে গিয়ে ছেলের বটির আঘাতে জখম মা

আহত সেই মায়ের মৃত্যু

ঝিনাইদহ অফিস
  • আপলোড টাইম : ০৩:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে ছেলে হাসেম আলীর বটির আঘাতে আহত মা পায়রা খাতুনের (৬১) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পায়রা খাতুন একই গ্রামের জের আলী মন্ডলের স্ত্রী। এ ঘটনার পর থেকে হাসেম আলী পলাতক রয়েছেন। আর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসেম আলীর ছেলে নাজমুলকে হেফাজতে নিয়েছে।
শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন জানান, শবে বরাতেন দিন (২৬ ফেব্রুয়ারি) স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় হাসেম আলীর। এসময় ঝগড়া থামাতে হাসেমের মা পায়রা খাতুন এগিয়ে আসেন। তখন হাসেম তার স্ত্রীকে লক্ষ্য করে ঘাস কাটা বটি ছুড়ে মারেন। তবে বটি গিয়ে লাগে তার মায়ের গায়ে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে হাসেম আলীর ছেলে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় ত্রিবেনী ইউনিয়নের মেম্বার আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে জানান, পায়রা খাতুন গুরুতর আহত হলেও তাকে ঠিকমতো চিকিৎসা করানো হয়নি। আর তার ডায়াবেটিকস থাকায় দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পায়রা খাতুনের বাম পা, হাঁটু, থোড়া ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
ত্রিবেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনে পুলিশকে জানিয়েছি। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, পায়রা খাতুনের মৃত্যুর কারণ অনুসন্ধানে ঘটনা লটি তদন্ত করে দেখা হচ্ছে। আঘাতজনিত কারণে তার মৃত্যু হলে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বউমার পিটুনি ঠেকাতে গিয়ে ছেলের বটির আঘাতে জখম মা

আহত সেই মায়ের মৃত্যু

আপলোড টাইম : ০৩:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে ছেলে হাসেম আলীর বটির আঘাতে আহত মা পায়রা খাতুনের (৬১) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পায়রা খাতুন একই গ্রামের জের আলী মন্ডলের স্ত্রী। এ ঘটনার পর থেকে হাসেম আলী পলাতক রয়েছেন। আর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসেম আলীর ছেলে নাজমুলকে হেফাজতে নিয়েছে।
শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন জানান, শবে বরাতেন দিন (২৬ ফেব্রুয়ারি) স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় হাসেম আলীর। এসময় ঝগড়া থামাতে হাসেমের মা পায়রা খাতুন এগিয়ে আসেন। তখন হাসেম তার স্ত্রীকে লক্ষ্য করে ঘাস কাটা বটি ছুড়ে মারেন। তবে বটি গিয়ে লাগে তার মায়ের গায়ে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে হাসেম আলীর ছেলে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় ত্রিবেনী ইউনিয়নের মেম্বার আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে জানান, পায়রা খাতুন গুরুতর আহত হলেও তাকে ঠিকমতো চিকিৎসা করানো হয়নি। আর তার ডায়াবেটিকস থাকায় দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পায়রা খাতুনের বাম পা, হাঁটু, থোড়া ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
ত্রিবেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনে পুলিশকে জানিয়েছি। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, পায়রা খাতুনের মৃত্যুর কারণ অনুসন্ধানে ঘটনা লটি তদন্ত করে দেখা হচ্ছে। আঘাতজনিত কারণে তার মৃত্যু হলে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।