ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে ধূড় পাচারে সক্রিয় দালাল চক্র

মহশেপুরের মাটিলা সীমান্ত থেকে চার দিনে ৫৬ জন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

দীর্গদিন বন্ধ থাকার পর ফের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ধূড় পাচার বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয়সহ ২০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এই নিয়ে গত চার দিনে ৫৬ জনকে আটক করলো বিজিবি। এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুরের ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, রোববার সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ৫৮ বিজিবির মাটিলা বিওপির টহল দল ২০ জন নারী-পুরুষকে আটক করে। তাদের মধ্যে একজন শিশু, নারী ৯ জন, ১০ জন পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় আর বাকিরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন জেলার।

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি একই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩৬ জনকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ১৫ জন নারী, ১৬ জন পরুষ ও বাকি পাঁচজন শিশু ছিল। আটক ৩৬ জনের মধ্যে বেশির ভাগই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সবাই দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতে প্রবেশের চেষ্টা করেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, বিজিবির হাতে আটকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বিজিবির পক্ষ থেকে আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সীমান্তে ধূড় পাচারে সক্রিয় দালাল চক্র

মহশেপুরের মাটিলা সীমান্ত থেকে চার দিনে ৫৬ জন আটক

আপলোড টাইম : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:

দীর্গদিন বন্ধ থাকার পর ফের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ধূড় পাচার বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয়সহ ২০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এই নিয়ে গত চার দিনে ৫৬ জনকে আটক করলো বিজিবি। এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুরের ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, রোববার সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ৫৮ বিজিবির মাটিলা বিওপির টহল দল ২০ জন নারী-পুরুষকে আটক করে। তাদের মধ্যে একজন শিশু, নারী ৯ জন, ১০ জন পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় আর বাকিরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন জেলার।

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি একই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩৬ জনকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ১৫ জন নারী, ১৬ জন পরুষ ও বাকি পাঁচজন শিশু ছিল। আটক ৩৬ জনের মধ্যে বেশির ভাগই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সবাই দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতে প্রবেশের চেষ্টা করেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, বিজিবির হাতে আটকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বিজিবির পক্ষ থেকে আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।