ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের বাধার অভিযোগ; যুবদলের কর্মী আটক

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, ডামি নির্বাচন বাতিল, ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদসহ নানা দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন এই তিন জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরমধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা ও যুবদল নেতাকে আটকের অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গা:
দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের কোর্ট মোড় থেকে আশপাশের এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশে লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল ও জেলা জাসাসের নেতা-কর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদুল, জেলা শ্রমিকদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক হাফিজুর ইসলাম হ্যাপি, জেলা মৎস্যজীবী দল নেতা বাবু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদস্য শাহারু প্রমুখ।

লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, বিনা ভোটের এই ডামি সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য দিন দিন আরও বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই সরকার জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় বসে আছে। এই সরকার না যাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।

মেহেরপুর:
বর্তমান সরকারের পতন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছেন মেহেরপুরের জেলা বিএনপি। গতকাল সকালে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা শহরের বড়বাজার থেকে শুরু করে শহরের কাথুলি সড়ক পর্যন্ত লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, ৭ জানুয়ারির প্রহসন ও ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে এই সরকারকে যোগ্য জবাব দিয়েছে। আবার সেই ডামি নির্বাচন নিয়ে তারা (সরকার) এখন আত্মঅহমিকা দেখাচ্ছে। তারা জোর করে, তাদের দখলদারিত্ব ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে। দেশের মানুষ খাবার কিনে খাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলছে। এই সরকারের পতন অনিবার্য।

ঝিনাইদহ:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের নামে হয়রানির প্রতিবাদসহ নানা দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বিএনপি। গতকাল সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের এইচএসএস সড়ক ঘুরে, গীতাঞ্জলী সড়ক, ট-বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে পায়রা চত্বরে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় লিফলেট বিতরণ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে গেলে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পুলিশের বাধার অভিযোগ; যুবদলের কর্মী আটক

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

আপলোড টাইম : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, ডামি নির্বাচন বাতিল, ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদসহ নানা দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন এই তিন জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরমধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা ও যুবদল নেতাকে আটকের অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গা:
দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের কোর্ট মোড় থেকে আশপাশের এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশে লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল ও জেলা জাসাসের নেতা-কর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদুল, জেলা শ্রমিকদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক হাফিজুর ইসলাম হ্যাপি, জেলা মৎস্যজীবী দল নেতা বাবু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদস্য শাহারু প্রমুখ।

লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, বিনা ভোটের এই ডামি সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য দিন দিন আরও বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই সরকার জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় বসে আছে। এই সরকার না যাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।

মেহেরপুর:
বর্তমান সরকারের পতন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছেন মেহেরপুরের জেলা বিএনপি। গতকাল সকালে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা শহরের বড়বাজার থেকে শুরু করে শহরের কাথুলি সড়ক পর্যন্ত লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, ৭ জানুয়ারির প্রহসন ও ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে এই সরকারকে যোগ্য জবাব দিয়েছে। আবার সেই ডামি নির্বাচন নিয়ে তারা (সরকার) এখন আত্মঅহমিকা দেখাচ্ছে। তারা জোর করে, তাদের দখলদারিত্ব ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে। দেশের মানুষ খাবার কিনে খাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলছে। এই সরকারের পতন অনিবার্য।

ঝিনাইদহ:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের নামে হয়রানির প্রতিবাদসহ নানা দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বিএনপি। গতকাল সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের এইচএসএস সড়ক ঘুরে, গীতাঞ্জলী সড়ক, ট-বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে পায়রা চত্বরে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় লিফলেট বিতরণ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে গেলে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।