ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপার শেখপাড়া হাটের শিডিউল ছিনতাইয়ের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
শৈলকুপা উপজেলার শেখপাড়া হাটইজারার শিডিউলসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার সিডি ছিনতাই করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুজন ঠিকাদার শেখপাড়া হাটের টেন্ডার শিডিউল জমা দিতে যাওয়ার সময় তাদের কাছ থেকে জোরপূর্বক শিডিউল কেড়ে নেওয়া হয়। এ নিয়ে শৈলকুপা থানায় জিডি করা হয়েছে। গতকাল বুধবার শৈলকুপা থানায় করা সাধারণ ডায়েরিতে শেখপাড়া গ্রামের শহর আলী শেখের ছেলে আব্দুল লতিফ শেখ উল্লেখ করেন, তিনি মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আব্দুল হাকিম মোল্লার পক্ষে শেখপাড়া হাটের টেন্ডার শিডিউল জমা দিতে শৈলকুপা যান। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে আসা মাত্রই শেখপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদ মন্ডল, বুদো মন্ডলের ছেলে শিপন মন্ডল ও আহাম্মদ জোয়ারদারের ছেলে আলামিনসহ ৫-৬ জন যুবক তাদের কাছ থেকে প্রকাশ্যে টেন্ডার শিডিউল ও ৭ লাখ ৪০ হাজার হাটার সিডি কেড়ে নেয়। এসময় তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসলে ওই যুবকেরা তাকে খুন ও জখমের হুমকি দেন। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সিসিটিভির ফুটেজে দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ইতিমধ্যে শেখপাড়া হাটের পুনঃদরপত্র আহ্বান করার জন্য ইউএনওর সঙ্গে পরামর্শ করা হয়েছে। পরবর্তীতে যারা টেন্ডার দাখিল করবেন, তাদর পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে। এ ব্যাপারে জানতে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বনি আমিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপার শেখপাড়া হাটের শিডিউল ছিনতাইয়ের অভিযোগ

আপলোড টাইম : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:
শৈলকুপা উপজেলার শেখপাড়া হাটইজারার শিডিউলসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার সিডি ছিনতাই করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুজন ঠিকাদার শেখপাড়া হাটের টেন্ডার শিডিউল জমা দিতে যাওয়ার সময় তাদের কাছ থেকে জোরপূর্বক শিডিউল কেড়ে নেওয়া হয়। এ নিয়ে শৈলকুপা থানায় জিডি করা হয়েছে। গতকাল বুধবার শৈলকুপা থানায় করা সাধারণ ডায়েরিতে শেখপাড়া গ্রামের শহর আলী শেখের ছেলে আব্দুল লতিফ শেখ উল্লেখ করেন, তিনি মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আব্দুল হাকিম মোল্লার পক্ষে শেখপাড়া হাটের টেন্ডার শিডিউল জমা দিতে শৈলকুপা যান। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে আসা মাত্রই শেখপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদ মন্ডল, বুদো মন্ডলের ছেলে শিপন মন্ডল ও আহাম্মদ জোয়ারদারের ছেলে আলামিনসহ ৫-৬ জন যুবক তাদের কাছ থেকে প্রকাশ্যে টেন্ডার শিডিউল ও ৭ লাখ ৪০ হাজার হাটার সিডি কেড়ে নেয়। এসময় তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসলে ওই যুবকেরা তাকে খুন ও জখমের হুমকি দেন। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সিসিটিভির ফুটেজে দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ইতিমধ্যে শেখপাড়া হাটের পুনঃদরপত্র আহ্বান করার জন্য ইউএনওর সঙ্গে পরামর্শ করা হয়েছে। পরবর্তীতে যারা টেন্ডার দাখিল করবেন, তাদর পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে। এ ব্যাপারে জানতে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বনি আমিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।