ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৮৭ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আবুল কাশেম উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কাশেম মোটরসাইকেলে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজবাড়ি থেকে দর্শনার দিকে যাচ্ছিল। তিনি দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্টোক করেছিলেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবীর বলেন, বিষয়টি শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।
উল্লেখ্য, আবুল কাশেম কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই বারের ইউপি সদস্য এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৯৯২ ও ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

আপলোড টাইম : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

সড়ক দুর্ঘটনায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আবুল কাশেম উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কাশেম মোটরসাইকেলে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজবাড়ি থেকে দর্শনার দিকে যাচ্ছিল। তিনি দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্টোক করেছিলেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবীর বলেন, বিষয়টি শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।
উল্লেখ্য, আবুল কাশেম কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই বারের ইউপি সদস্য এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৯৯২ ও ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।