ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জালশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের মাঠে ধান রোপণের জন্য জমি তৈরি করছিলেন। বেলা ১১টার দিকে তিনি ওই জমিতে বিদ্যুৎচালিত পাম্প থেকে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বিদ্যুৎ লাইনের সুইচে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মকভাবে আহত হন। পরে মাঠে থাকা কৃষকেরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীর জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জালশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের মাঠে ধান রোপণের জন্য জমি তৈরি করছিলেন। বেলা ১১টার দিকে তিনি ওই জমিতে বিদ্যুৎচালিত পাম্প থেকে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বিদ্যুৎ লাইনের সুইচে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মকভাবে আহত হন। পরে মাঠে থাকা কৃষকেরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।