ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে জাল দলিল তৈরি, একব্যক্তির দুই মাসের কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে জাল দলিলে নাম খরিজের অপরাধে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আশরাফুল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রট মাজহারুল ইসলাম বলেন, দণ্ডিত আশরাফুল সদর উপজেলার দরবেশপুর মৌজার ২০১১ দাগে তার ফুফুর কাছ থেকে তিন শতক জমি ক্রয় করেন। পরে একই মৌজার ২০১২ দাগ দেখিয়ে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিল নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন। বিষয়টি সন্দেহ হলে সাব-রেজিস্টার অফিসে মূল দলিল দেখলে ওই দলিলটি জাল প্রমাণিত হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ পরিচালনা করে আশরাফুলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে জাল দলিল তৈরি, একব্যক্তির দুই মাসের কারাদণ্ড

আপলোড টাইম : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে জাল দলিলে নাম খরিজের অপরাধে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আশরাফুল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রট মাজহারুল ইসলাম বলেন, দণ্ডিত আশরাফুল সদর উপজেলার দরবেশপুর মৌজার ২০১১ দাগে তার ফুফুর কাছ থেকে তিন শতক জমি ক্রয় করেন। পরে একই মৌজার ২০১২ দাগ দেখিয়ে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিল নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন। বিষয়টি সন্দেহ হলে সাব-রেজিস্টার অফিসে মূল দলিল দেখলে ওই দলিলটি জাল প্রমাণিত হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ পরিচালনা করে আশরাফুলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।