ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মাঝি ‘ভূমিপুত্র’ ছেলুন, ২ আসনে টগর

মেহেরপুরে ফরহাদ-নাজমুল, ঝিনাইদহে আব্দুল হাই-সমি-সালাউদ্দীন ও আনার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চুয়াডাঙ্গার দুটি আসনেই আওয়ামী লীগের মনোনয়নে কোনো পরিবর্তন হয়নি। সকল জল্পনা-কল্পনা কাটিয়ে পুনরায় নৌকার মাঝি হয়েছেন বর্তমান দুই সংসদ সদস্য। টানা অষ্টম বারের মতো চুয়াডাঙ্গা-১ আসনে চুয়াডাঙ্গার ‘ভূমিপুত্র’ বর্ষিয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনে হাজী আলী আজগর টগর পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।

গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা দেওয়া হয়।
এবারে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নানামুখী আলোচনা ছিল। প্রথম থেকেই জেলাব্যাপী হট টপিক ছিল কে কে হচ্ছেন চুয়াডাঙ্গার দুটি আসনের নৌকার মাঝি। বিভিন্ন সময় বিভিন্ন রকম গুঞ্জনও শোনাগেছে এবারের মনোনয়ন নিয়ে। তবে সেসব গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করে আবারও চুয়াডাঙ্গার দুটি আসনেই দলীয় মনোনয়ন পেলেন বর্তমান দুই সংসদ সদস্য।

চুয়াডাঙ্গার ‘ভূমিপুত্র’ হিসেবে খ্যাত আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর আগে ১৯৮৬ সালে ১৫ দলীয় জোটের প্রার্থী হিসেবে ও ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন লাভ করেন। এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বর্তমানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, হাজী আলী আজগার টগর এবার দিয়ে টানা ৪র্থ বারের চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। এর আগে তিনিও ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

এদিকে, মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে ৩য় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন এ এস এম নাজমুল হক সাগর। ফরহাদ হোসেন এর আগে ২০১৪ ও ২০১৮ সালে দলীয় মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেহেরপুর-২ আসনের প্রার্থী এএসএম নাজমুল হক সাগর এবারের নির্বাচনে একেবানে নতুন মুখ। তিনি বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৩ আসনে নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজি এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নৌকার টিকেট পেয়েছেন।

এর আগে রোববার সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মাঝি ‘ভূমিপুত্র’ ছেলুন, ২ আসনে টগর

মেহেরপুরে ফরহাদ-নাজমুল, ঝিনাইদহে আব্দুল হাই-সমি-সালাউদ্দীন ও আনার

আপলোড টাইম : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চুয়াডাঙ্গার দুটি আসনেই আওয়ামী লীগের মনোনয়নে কোনো পরিবর্তন হয়নি। সকল জল্পনা-কল্পনা কাটিয়ে পুনরায় নৌকার মাঝি হয়েছেন বর্তমান দুই সংসদ সদস্য। টানা অষ্টম বারের মতো চুয়াডাঙ্গা-১ আসনে চুয়াডাঙ্গার ‘ভূমিপুত্র’ বর্ষিয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনে হাজী আলী আজগর টগর পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।

গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা দেওয়া হয়।
এবারে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নানামুখী আলোচনা ছিল। প্রথম থেকেই জেলাব্যাপী হট টপিক ছিল কে কে হচ্ছেন চুয়াডাঙ্গার দুটি আসনের নৌকার মাঝি। বিভিন্ন সময় বিভিন্ন রকম গুঞ্জনও শোনাগেছে এবারের মনোনয়ন নিয়ে। তবে সেসব গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করে আবারও চুয়াডাঙ্গার দুটি আসনেই দলীয় মনোনয়ন পেলেন বর্তমান দুই সংসদ সদস্য।

চুয়াডাঙ্গার ‘ভূমিপুত্র’ হিসেবে খ্যাত আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর আগে ১৯৮৬ সালে ১৫ দলীয় জোটের প্রার্থী হিসেবে ও ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন লাভ করেন। এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বর্তমানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, হাজী আলী আজগার টগর এবার দিয়ে টানা ৪র্থ বারের চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। এর আগে তিনিও ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

এদিকে, মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে ৩য় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন এ এস এম নাজমুল হক সাগর। ফরহাদ হোসেন এর আগে ২০১৪ ও ২০১৮ সালে দলীয় মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেহেরপুর-২ আসনের প্রার্থী এএসএম নাজমুল হক সাগর এবারের নির্বাচনে একেবানে নতুন মুখ। তিনি বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৩ আসনে নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজি এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নৌকার টিকেট পেয়েছেন।

এর আগে রোববার সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।