ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সৃজনশীল চিন্তা ধারার অনবদ্য প্রকাশে পাঠক প্রিয়তার শীর্ষে সময়ের সমীকরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
জমকালো আয়োজনে উদ্যাপিত হলো দৈনিক সময়ের সমীকরণ-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার পত্রিকার প্রধান কার্যালয়সহ চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন ব্যুরো ও আঞ্চলিক কার্যালয়ে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সময়ের সমীকরণ অবিচল ভূমিকা রাখছে। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। চুয়াডাঙ্গা শহর থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকাটি চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার নানা সমস্যা তুলে ধরে, উন্নয়নমূলক সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। মফস্বল শহর থেকে একটি পত্রিকা প্রকাশ পেয়ে এতো দ্রুত জনপ্রিয়তা অর্জন করে অসম্ভবকে সম্ভব করেছে। এটা সময়ের সমীকরণ পত্রিকার জন্য অহংকার ও গর্বের বিষয়। সৃজনশীল চিন্তা ধারার অনবদ্য প্রকাশে পাঠক প্রিয়তার শীর্ষে সময়ের সমীকরণ। পত্রিকাটি প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ সমস্যা, প্রতিদিনের নানা সমসাময়িক সমস্যা পাড়ি দিয়েও আবারো রয়েছে পরিবহন সমস্যা সেটাও কাটিয়ে নিয়মিত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখছে।

চুয়াডাঙ্গা:
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ-এর নবম বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা কোর্ট রোডস্থ পুলিশ পার্ক লেনে পত্রিকার প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় পত্রিকার প্রধান কার্যালয় সংবাদকর্মীদের পদচারণায় ভরে উঠে। সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে প্রধান কার্যালয়ে ফুল হাতে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। এসময় পত্রিকার পক্ষে সমীকরণ পরিবারের সদস্যরা তাদেরকে স্বাগত জানান।

কেক কাটা আয়োজনের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন। তিনি বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির যোগ্য এবং দক্ষ সম্পাদক নাজমুল হক স্বপনসহ সময়ের সমীকরণ পরিবারের সকলকে শুভেচ্ছা। একই সঙ্গে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি।’

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি বলেন, ‘আমাদের সকলের শ্রদ্ধাভাজন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ এই পত্রিকার সাংবাদিক, স্টাফ যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের সমীকরণ উত্তরোত্তর তার প্রসার মেলে ধরুক এবং আরও এগিয়ে যাক।’ এসময় তিনি প্রতিষ্ঠাকার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণের নবম বর্ষে পদার্পন উপলক্ষে পত্রিকাটির ব্যবস্থাপনা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি পত্রিকাটির জন্য শুভকামনা জানাচ্ছি। পত্রিকাটি তাদের গুণগত মান অক্ষুণ্ন রেখে সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি।’ এসময় তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।

পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘আমরা একটি ঝামেলাপূর্ণ সময় পার করছি। যে কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন করার পরিকল্পনা ছিল না। আমার দ্বিতীয় পরিবার সময়ের সমীকরণের তরুণ এই সদস্যরা মূলত আজকের আয়োজনটি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে অতিথি হিসেবে অংশ নিয়ে যারা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম আলাউদ্দীন, কামাল উদ্দীন জোয়ার্দ্দার, শাহ আলম সনি, রফিক রহমান, আহাদ আলী মোল্লা, ইসলাম রকিব, আতিয়ার রহমান, রেজাউল করিম লিটন, আবুল হাশেম, রিফাত রহমান, কামরুজ্জামান সেলিম, আব্দুস সালাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, হুসাইন মালিক, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, জামান আখতার, মশিউর রহমান, জিসান আহমেদ, সোহেল সজীব, সাইফ জাহান, রুবায়েত সুস্থির আজাদ, আহসান আলম, অনিক চক্রবর্তী, কামরুজ্জামান আল মুতাকাব্বির বিশ্বাস সাকিব, পল্টন, কাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সময়ের সমীকরণ পত্রিকার সহসম্পাদক সুমন পারভেজ, তাঁর পুত্র সোয়াদ আবরার, হেমন্ত কুমার সিংহ রায়, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সহকারী ডেস্ক ইনচার্জ রিপন হোসেন, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বি এ জীবন, প্রান্ত সজিব, সার্কুলেশন সহকারী সাইফুল ইসলাম, মো. পারভেজ, আইটি বিভাগের তৌফিক হাসান, সাকিব প্রমুখ।

সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরোজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টু, সেক্রেটারি এম এস জেড আলম সুমন, সহসভাপতি বুলবুল আহম্মেদ শিপন, সাংগঠনিক সম্পাদক এম লাবলু রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের সরোজগঞ্জ প্রতিবেদক ইকরামুল হক, তিতুদহ প্রতিবেদক আকিমুল ইসলাম, নির্বাহী সদস্য ও ডাকবাংলা প্রতিবেদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মামুন রহমানসহ সরোজগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা।

হিজলগাড়ী:
হিজলগাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক সময়ের সমীকরণের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। পত্রিকার হিজলগাড়ী প্রতিবেদক ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান, সহকারী ইনচার্জ এএসআই আমিনুল ইসলাম, এএসআই ওহিদ হোসেন, হিজলগাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বেগমপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য আলী কদর, নেহালপুর ইউনিয়ন আওয়ামী নেতা ডা. জয়নাল আবেদীন, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল, বেগমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেল হোসেন, যুবলীগ নেতা মিজানুর, জাহিদুল, আনিস, রিফাত প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পত্রিকাটির আলমডাঙ্গা অফিস প্রধানের অফিসকক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলমডাঙ্গা অফিস প্রধান খ. হামিদুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র মনোয়ারা খাতুন, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক কাইরুল মামুন, সহ-সাংগাঠনিক সম্পাদক বসিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও শিক্ষক জামিরুল ইসলাম, সমীকরণের হাটবোয়ালিয়া প্রতিনিধি সেলিম বাবু, হারদী প্রতিনিধি আজিবার রহমান জামাল প্রমুখ।

আলোচনা সভার প্রধান অতিথির খন্দকার শাহ আলম মণ্টু বলেন, দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলের মানুষের কাছে অত্যান্ত পরিচিত পত্রিকা। একঝাঁক নবীন প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে পত্রিকাটি সম্মৃদ্ধ হয়েছে। পাঠক প্রিয়তা পেয়েছে। আলমডাঙ্গা প্রেসক্লাব ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘মানুষ এখন পত্রিকা বিমুখ হয়ে পড়েছে। তারপরও আমাদের সকলের প্রিয় আজম ভাই শুরু থেকে অদ্যবধি পত্রিকার সাথে আছে। শুধু সাথে আছে তাই নয়, তিনি এই বয়সে যেভাবে রাতদিন পরিশ্রম করে নিউজ কালেকশন করে পাঠান। তাতে আমরা মুগ্ধ। আমি পত্রিকার উত্তর উত্তর সফলতা কমানা করছি।’

খ. হামিদুল ইসলাম আজম বলেন, ‘আপনারা শত ব্যস্ততার মাঝেও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এসে অনুষ্ঠানকে সম্মৃদ্ধ করেছেন। সমীকরণের সফলতা কামনা করেছেন। আমি আগেই বলেছি সমীকরণের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি নিজে পোস্টার মেরেছি পত্রিকার। এই পত্রিকা আজ ৯ম বর্ষে পা রেখেছে। আপনারা সকলে যেভাবে সহায়তা করেছেন, তাতে আপনাদের সকলের কাছে আমি ঋণী।’ আলোচনা সভা শেষে কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।

অপর দিকে, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে আলমডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা ভ্রাম্যমাণ প্রতিবেদকের অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণের সহকারী অফিস প্রধান ও সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএইচ শাওন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান রাজিব, দৈনিক সময়ের আলো পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি শরিফুল ইসলাম রোকন, উপজেলা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক আল আমিন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভীর সোহেল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সনজু আহমেদ, আব্দুল্লাহ হক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ইউনুচ আলী মন্ডল, শেখ মুহিদুল ইসলাম, শামিম রেজা প্রমুখ।

দামুড়হুদা:
দামুড়হুদায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব ও থানা কৃষক লীগের সভাপতি আব্দুর কাদির।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। সময়ের সমীকরণ একটি পরিচ্ছন্ন পত্রিকা। আমরা যতটুকু জানি এই পত্রিকার মান অনেক ভালো। এই পত্রিকা উত্তর উত্তর সমৃদ্ধি হোক ও আরো ভালো ভালো সংবাদ পরিবেশন করুব, এ প্রত্যশা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র সাংবাদিক তাছির আহাম্মেদ, জাহিদুল ইসলাম মুকুল, এস এম সুজন, রকিবুল হাসান তোতা, মশিউর রহমান, হেলাল উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা অফিস প্রধান মোজাম্মেল শিশির।


বারাদী:
মেহেরপুরের বারাদীতে দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের সমীকরণ-এর বারাদী প্রতিবেদক এসআই বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার হাঁপানিয়া সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল গনি ওসমানী, মোমিমপুর মাধযমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, যুবলীগের সভাপতি এসআই রিংকু মাহমুদ, মাথাভাঙ্গার প্রতিনিধি হামিদুল ইসলাম, মেহেরপুর প্রেসের বার্তা সম্পাদক আরিফ হোসেন, জুয়েল রানা, লিটন, নাইচ, মাসুদুল প্রমুখ।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গাংনী রিপোর্টার্স ক্লাবে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি মাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের গাংনী অফিস প্রধান ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, আরটিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাজেদুল হক মানিক, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, নির্বাহী সদস্য কামাল হোসেন, আকাশ ইসলাম, আবুল হোসেন, আবু সাইদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সৃজনশীল চিন্তা ধারার অনবদ্য প্রকাশে পাঠক প্রিয়তার শীর্ষে সময়ের সমীকরণ

আপলোড টাইম : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
জমকালো আয়োজনে উদ্যাপিত হলো দৈনিক সময়ের সমীকরণ-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার পত্রিকার প্রধান কার্যালয়সহ চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন ব্যুরো ও আঞ্চলিক কার্যালয়ে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সময়ের সমীকরণ অবিচল ভূমিকা রাখছে। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। চুয়াডাঙ্গা শহর থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকাটি চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার নানা সমস্যা তুলে ধরে, উন্নয়নমূলক সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। মফস্বল শহর থেকে একটি পত্রিকা প্রকাশ পেয়ে এতো দ্রুত জনপ্রিয়তা অর্জন করে অসম্ভবকে সম্ভব করেছে। এটা সময়ের সমীকরণ পত্রিকার জন্য অহংকার ও গর্বের বিষয়। সৃজনশীল চিন্তা ধারার অনবদ্য প্রকাশে পাঠক প্রিয়তার শীর্ষে সময়ের সমীকরণ। পত্রিকাটি প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ সমস্যা, প্রতিদিনের নানা সমসাময়িক সমস্যা পাড়ি দিয়েও আবারো রয়েছে পরিবহন সমস্যা সেটাও কাটিয়ে নিয়মিত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখছে।

চুয়াডাঙ্গা:
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ-এর নবম বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা কোর্ট রোডস্থ পুলিশ পার্ক লেনে পত্রিকার প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় পত্রিকার প্রধান কার্যালয় সংবাদকর্মীদের পদচারণায় ভরে উঠে। সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে প্রধান কার্যালয়ে ফুল হাতে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। এসময় পত্রিকার পক্ষে সমীকরণ পরিবারের সদস্যরা তাদেরকে স্বাগত জানান।

কেক কাটা আয়োজনের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন। তিনি বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির যোগ্য এবং দক্ষ সম্পাদক নাজমুল হক স্বপনসহ সময়ের সমীকরণ পরিবারের সকলকে শুভেচ্ছা। একই সঙ্গে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি।’

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি বলেন, ‘আমাদের সকলের শ্রদ্ধাভাজন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ এই পত্রিকার সাংবাদিক, স্টাফ যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের সমীকরণ উত্তরোত্তর তার প্রসার মেলে ধরুক এবং আরও এগিয়ে যাক।’ এসময় তিনি প্রতিষ্ঠাকার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণের নবম বর্ষে পদার্পন উপলক্ষে পত্রিকাটির ব্যবস্থাপনা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি পত্রিকাটির জন্য শুভকামনা জানাচ্ছি। পত্রিকাটি তাদের গুণগত মান অক্ষুণ্ন রেখে সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি।’ এসময় তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।

পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘আমরা একটি ঝামেলাপূর্ণ সময় পার করছি। যে কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন করার পরিকল্পনা ছিল না। আমার দ্বিতীয় পরিবার সময়ের সমীকরণের তরুণ এই সদস্যরা মূলত আজকের আয়োজনটি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে অতিথি হিসেবে অংশ নিয়ে যারা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম আলাউদ্দীন, কামাল উদ্দীন জোয়ার্দ্দার, শাহ আলম সনি, রফিক রহমান, আহাদ আলী মোল্লা, ইসলাম রকিব, আতিয়ার রহমান, রেজাউল করিম লিটন, আবুল হাশেম, রিফাত রহমান, কামরুজ্জামান সেলিম, আব্দুস সালাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, হুসাইন মালিক, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, জামান আখতার, মশিউর রহমান, জিসান আহমেদ, সোহেল সজীব, সাইফ জাহান, রুবায়েত সুস্থির আজাদ, আহসান আলম, অনিক চক্রবর্তী, কামরুজ্জামান আল মুতাকাব্বির বিশ্বাস সাকিব, পল্টন, কাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সময়ের সমীকরণ পত্রিকার সহসম্পাদক সুমন পারভেজ, তাঁর পুত্র সোয়াদ আবরার, হেমন্ত কুমার সিংহ রায়, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সহকারী ডেস্ক ইনচার্জ রিপন হোসেন, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বি এ জীবন, প্রান্ত সজিব, সার্কুলেশন সহকারী সাইফুল ইসলাম, মো. পারভেজ, আইটি বিভাগের তৌফিক হাসান, সাকিব প্রমুখ।

সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরোজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টু, সেক্রেটারি এম এস জেড আলম সুমন, সহসভাপতি বুলবুল আহম্মেদ শিপন, সাংগঠনিক সম্পাদক এম লাবলু রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের সরোজগঞ্জ প্রতিবেদক ইকরামুল হক, তিতুদহ প্রতিবেদক আকিমুল ইসলাম, নির্বাহী সদস্য ও ডাকবাংলা প্রতিবেদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মামুন রহমানসহ সরোজগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা।

হিজলগাড়ী:
হিজলগাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক সময়ের সমীকরণের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। পত্রিকার হিজলগাড়ী প্রতিবেদক ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান, সহকারী ইনচার্জ এএসআই আমিনুল ইসলাম, এএসআই ওহিদ হোসেন, হিজলগাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বেগমপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য আলী কদর, নেহালপুর ইউনিয়ন আওয়ামী নেতা ডা. জয়নাল আবেদীন, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল, বেগমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেল হোসেন, যুবলীগ নেতা মিজানুর, জাহিদুল, আনিস, রিফাত প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পত্রিকাটির আলমডাঙ্গা অফিস প্রধানের অফিসকক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলমডাঙ্গা অফিস প্রধান খ. হামিদুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র মনোয়ারা খাতুন, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক কাইরুল মামুন, সহ-সাংগাঠনিক সম্পাদক বসিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও শিক্ষক জামিরুল ইসলাম, সমীকরণের হাটবোয়ালিয়া প্রতিনিধি সেলিম বাবু, হারদী প্রতিনিধি আজিবার রহমান জামাল প্রমুখ।

আলোচনা সভার প্রধান অতিথির খন্দকার শাহ আলম মণ্টু বলেন, দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলের মানুষের কাছে অত্যান্ত পরিচিত পত্রিকা। একঝাঁক নবীন প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে পত্রিকাটি সম্মৃদ্ধ হয়েছে। পাঠক প্রিয়তা পেয়েছে। আলমডাঙ্গা প্রেসক্লাব ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘মানুষ এখন পত্রিকা বিমুখ হয়ে পড়েছে। তারপরও আমাদের সকলের প্রিয় আজম ভাই শুরু থেকে অদ্যবধি পত্রিকার সাথে আছে। শুধু সাথে আছে তাই নয়, তিনি এই বয়সে যেভাবে রাতদিন পরিশ্রম করে নিউজ কালেকশন করে পাঠান। তাতে আমরা মুগ্ধ। আমি পত্রিকার উত্তর উত্তর সফলতা কমানা করছি।’

খ. হামিদুল ইসলাম আজম বলেন, ‘আপনারা শত ব্যস্ততার মাঝেও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এসে অনুষ্ঠানকে সম্মৃদ্ধ করেছেন। সমীকরণের সফলতা কামনা করেছেন। আমি আগেই বলেছি সমীকরণের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি নিজে পোস্টার মেরেছি পত্রিকার। এই পত্রিকা আজ ৯ম বর্ষে পা রেখেছে। আপনারা সকলে যেভাবে সহায়তা করেছেন, তাতে আপনাদের সকলের কাছে আমি ঋণী।’ আলোচনা সভা শেষে কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।

অপর দিকে, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে আলমডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা ভ্রাম্যমাণ প্রতিবেদকের অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণের সহকারী অফিস প্রধান ও সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএইচ শাওন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান রাজিব, দৈনিক সময়ের আলো পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি শরিফুল ইসলাম রোকন, উপজেলা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক আল আমিন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভীর সোহেল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সনজু আহমেদ, আব্দুল্লাহ হক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ইউনুচ আলী মন্ডল, শেখ মুহিদুল ইসলাম, শামিম রেজা প্রমুখ।

দামুড়হুদা:
দামুড়হুদায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব ও থানা কৃষক লীগের সভাপতি আব্দুর কাদির।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। সময়ের সমীকরণ একটি পরিচ্ছন্ন পত্রিকা। আমরা যতটুকু জানি এই পত্রিকার মান অনেক ভালো। এই পত্রিকা উত্তর উত্তর সমৃদ্ধি হোক ও আরো ভালো ভালো সংবাদ পরিবেশন করুব, এ প্রত্যশা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র সাংবাদিক তাছির আহাম্মেদ, জাহিদুল ইসলাম মুকুল, এস এম সুজন, রকিবুল হাসান তোতা, মশিউর রহমান, হেলাল উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা অফিস প্রধান মোজাম্মেল শিশির।


বারাদী:
মেহেরপুরের বারাদীতে দৈনিক সময়ের সমীকরণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের সমীকরণ-এর বারাদী প্রতিবেদক এসআই বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার হাঁপানিয়া সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল গনি ওসমানী, মোমিমপুর মাধযমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, যুবলীগের সভাপতি এসআই রিংকু মাহমুদ, মাথাভাঙ্গার প্রতিনিধি হামিদুল ইসলাম, মেহেরপুর প্রেসের বার্তা সম্পাদক আরিফ হোসেন, জুয়েল রানা, লিটন, নাইচ, মাসুদুল প্রমুখ।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গাংনী রিপোর্টার্স ক্লাবে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি মাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের গাংনী অফিস প্রধান ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, আরটিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাজেদুল হক মানিক, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, নির্বাহী সদস্য কামাল হোসেন, আকাশ ইসলাম, আবুল হোসেন, আবু সাইদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।