ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জেলার পাঁচটি থানা হবে আইনি সেবা প্রত্যাশীদের নির্ভরতার কেন্দ্রবিন্দু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গতকাল মঙ্গলবার এসব মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা ব্যস্ততম দিন পার করেছেন।

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিমিয়:
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইনসের ড্রিলশেডে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান বিপিএম-সেবা। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান বলেন, ‘গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রাণপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার সকলকে। আমি আমাদের জাতীয় চার নেতাকে স্মরণ করছি। যাদের আমাদের জাতির জন্য অপরিসীম অবদান ছিল।’
তিনি বলেন, ‘পুলিশ সুপার পদটি আমি জেলা পুলিশের প্রধান হিসেবে নয়, বরং আমি গ্রহণ করেছি রাষ্ট্রকর্তৃক প্রদত্ত সুমহান দায়িত্ব হিসেবে। চুয়াডাঙ্গার জনগনের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সদস্যদের অবারিত চেষ্টা চলমান। সেই বিশাল কর্মক্ষেত্রের একজন সদস্য হতে পেরে আমি গর্ববোধ করছি এবং আমাকে এই সুযোগটি করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব মেধা-মনন, সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে আমি দৃঢ প্রতিজ্ঞ। এই জেলার সম্মানিত নাগরিকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা এবং অধিকতর সেবা প্রদান হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। কুইক রেসপন্স এবং সেবা সহজীকরণের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার পাঁচটি পুলিশ স্টেশন হবে আইনি সেবা প্রত্যাশীদের নির্ভরতার কেন্দ্রবিন্দু।’

আমন্ত্রিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাংবাদিক সমাজের দর্পন। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। জনবল ও লজিস্টিকস স্বল্পতার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সকল অপরাধ আর অপরাধীর খোঁজ পাওয়া পুলিশের একার পক্ষে দুঃসাধ্য। আপনাদের লেখনির মাধ্যমেই কেবল পুলিশ সমাজ বিরোধী কাজের পুঙ্খানুপুঙ্খ খোঁজ পেতে পারে। পুলিশ এবং সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে সত্যের সন্ধানে কাজ করে। পুলিশকে সমাজের আনাচে-কানাচে ঘটে যাওয়া অপরাধের সঠিক তথ্য দিয়ে সাংবাদিকবৃন্দ পুলিশকে সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা।
অসীম সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগের ইতিহাসকে ধারণ করে সেবার সুমহান ব্রত নিয়ে আমি এবং আমার টিম আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমার চাকরির অভিজ্ঞতা, মেধা এবং প্রচেষ্টার সর্বোচ্চ প্রয়োগ করতে সচষ্টে থাকব। আপনাদের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং নির্বাচন আচরণ বিধিমালা মোতাবেক পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে বদ্ধপরিকর। রাষ্ট্র, সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমরা দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আমাদের এই দীপ্তপদের যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালনের প্রাণবন্ত সঞ্চালনায় মতবিনিতময় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, মাছরাঙা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরী, গাজী টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক, ডেইলি বাংলাদেশ অবজারভাবের চুয়াডাঙ্গা প্রতিনিধি আবুল হাসেম, দেশ টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, চ্যালেন টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটন প্রমুখ।
এদিকে, নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমানের সাথে পরিচিয় পর্ব শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ (ডিএসবি) আবু জিহাদ ফকরুল আলম খান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধাদের সাথে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের মতবিনিময়:
চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম সেবা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিলশেডে এ সভায় সভাপত্বি করেন পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা।
পুলিশ সুপার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনস কর্মরত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লিপ্ত হন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলাদেশ পুলিশ বাহিনী, সামরিক বাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগের ইতিহাসকে ধারণ করে সেবার সুমহান ব্রত নিয়ে আমি এবং আমার টিম আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমার চাকরির অভিজ্ঞতা, মেধা এবং প্রচেষ্টার সর্বোচ্চ প্রয়োগ করতে সচষ্টে থাকব। আপনাদের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং নির্বাচন আচরণ বিধিমালা মোতাবেক পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে বদ্ধপরিকর।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

চুয়াডাঙ্গা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়:
চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বেলা তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপাার বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লে¬াগানকে ধারণ করে পুলিশ ও জনগণের মাঝে পারস্পরিক আস্থা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধির প্রয়াসে এবং অপরাধ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ, উদ্যোগী ও সচেতন করে পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও সেবাধর্মী করে অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং দর্শন আজ সর্বজনবিদিত।
জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সমস্যা সমাধানে রচনা করে এক অভূতপূর্ব সাফল্যের সোপান। পরিশেষে অপরাধ দমন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মাধ্যমে সকলের নিকট পুলিশ সুপারের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো, রিয়াজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

ফেসবুক গ্রুপ অ্যাডমিন ও মডারেটরদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়:
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার আয়োজনে চুয়াডাঙ্গা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপ অ্যাডমিন, মডারেটরদের সাথে চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মতবিনিময় সভা করেছেন। গতকাল বিকেল চারটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে গুজব ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারণা, আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, অশ্লীল পোস্ট, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ শফিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ, টিম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও বিভিন্ন ফেসবুক গ্রুপের পরিচালকগণ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সংগঠনটির নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সভাপতি মন্ডলীর সদস্য অমরদ্বীপ আগরওয়ালা, দেবেন্দ্রনাথ দোবে (বাব ুলাল), কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, সদর পৌর শাখা সাধারণ সম্পাদক রাজেশ পাল প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সহসভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, দপ্তর সম্পাদক প্রভাত দেবনাথ, দামুড়হুদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক উত্তম রঞ্জন দেবনাথ, সদস্যসচিব সঞ্জয় হালদার, প্রান্ত দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সংগঠন দুটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জেলার পাঁচটি থানা হবে আইনি সেবা প্রত্যাশীদের নির্ভরতার কেন্দ্রবিন্দু

আপলোড টাইম : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গতকাল মঙ্গলবার এসব মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা ব্যস্ততম দিন পার করেছেন।

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিমিয়:
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইনসের ড্রিলশেডে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান বিপিএম-সেবা। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান বলেন, ‘গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রাণপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার সকলকে। আমি আমাদের জাতীয় চার নেতাকে স্মরণ করছি। যাদের আমাদের জাতির জন্য অপরিসীম অবদান ছিল।’
তিনি বলেন, ‘পুলিশ সুপার পদটি আমি জেলা পুলিশের প্রধান হিসেবে নয়, বরং আমি গ্রহণ করেছি রাষ্ট্রকর্তৃক প্রদত্ত সুমহান দায়িত্ব হিসেবে। চুয়াডাঙ্গার জনগনের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সদস্যদের অবারিত চেষ্টা চলমান। সেই বিশাল কর্মক্ষেত্রের একজন সদস্য হতে পেরে আমি গর্ববোধ করছি এবং আমাকে এই সুযোগটি করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব মেধা-মনন, সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে আমি দৃঢ প্রতিজ্ঞ। এই জেলার সম্মানিত নাগরিকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা এবং অধিকতর সেবা প্রদান হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। কুইক রেসপন্স এবং সেবা সহজীকরণের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার পাঁচটি পুলিশ স্টেশন হবে আইনি সেবা প্রত্যাশীদের নির্ভরতার কেন্দ্রবিন্দু।’

আমন্ত্রিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাংবাদিক সমাজের দর্পন। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। জনবল ও লজিস্টিকস স্বল্পতার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সকল অপরাধ আর অপরাধীর খোঁজ পাওয়া পুলিশের একার পক্ষে দুঃসাধ্য। আপনাদের লেখনির মাধ্যমেই কেবল পুলিশ সমাজ বিরোধী কাজের পুঙ্খানুপুঙ্খ খোঁজ পেতে পারে। পুলিশ এবং সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে সত্যের সন্ধানে কাজ করে। পুলিশকে সমাজের আনাচে-কানাচে ঘটে যাওয়া অপরাধের সঠিক তথ্য দিয়ে সাংবাদিকবৃন্দ পুলিশকে সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা।
অসীম সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগের ইতিহাসকে ধারণ করে সেবার সুমহান ব্রত নিয়ে আমি এবং আমার টিম আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমার চাকরির অভিজ্ঞতা, মেধা এবং প্রচেষ্টার সর্বোচ্চ প্রয়োগ করতে সচষ্টে থাকব। আপনাদের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং নির্বাচন আচরণ বিধিমালা মোতাবেক পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে বদ্ধপরিকর। রাষ্ট্র, সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমরা দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আমাদের এই দীপ্তপদের যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালনের প্রাণবন্ত সঞ্চালনায় মতবিনিতময় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, মাছরাঙা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরী, গাজী টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক, ডেইলি বাংলাদেশ অবজারভাবের চুয়াডাঙ্গা প্রতিনিধি আবুল হাসেম, দেশ টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, চ্যালেন টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটন প্রমুখ।
এদিকে, নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমানের সাথে পরিচিয় পর্ব শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ (ডিএসবি) আবু জিহাদ ফকরুল আলম খান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধাদের সাথে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের মতবিনিময়:
চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম সেবা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিলশেডে এ সভায় সভাপত্বি করেন পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা।
পুলিশ সুপার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনস কর্মরত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লিপ্ত হন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলাদেশ পুলিশ বাহিনী, সামরিক বাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগের ইতিহাসকে ধারণ করে সেবার সুমহান ব্রত নিয়ে আমি এবং আমার টিম আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমার চাকরির অভিজ্ঞতা, মেধা এবং প্রচেষ্টার সর্বোচ্চ প্রয়োগ করতে সচষ্টে থাকব। আপনাদের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং নির্বাচন আচরণ বিধিমালা মোতাবেক পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে বদ্ধপরিকর।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

চুয়াডাঙ্গা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়:
চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বেলা তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপাার বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লে¬াগানকে ধারণ করে পুলিশ ও জনগণের মাঝে পারস্পরিক আস্থা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধির প্রয়াসে এবং অপরাধ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ, উদ্যোগী ও সচেতন করে পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও সেবাধর্মী করে অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং দর্শন আজ সর্বজনবিদিত।
জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সমস্যা সমাধানে রচনা করে এক অভূতপূর্ব সাফল্যের সোপান। পরিশেষে অপরাধ দমন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মাধ্যমে সকলের নিকট পুলিশ সুপারের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো, রিয়াজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

ফেসবুক গ্রুপ অ্যাডমিন ও মডারেটরদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়:
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার আয়োজনে চুয়াডাঙ্গা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপ অ্যাডমিন, মডারেটরদের সাথে চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মতবিনিময় সভা করেছেন। গতকাল বিকেল চারটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে গুজব ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারণা, আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, অশ্লীল পোস্ট, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ শফিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ, টিম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও বিভিন্ন ফেসবুক গ্রুপের পরিচালকগণ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সংগঠনটির নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সভাপতি মন্ডলীর সদস্য অমরদ্বীপ আগরওয়ালা, দেবেন্দ্রনাথ দোবে (বাব ুলাল), কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, সদর পৌর শাখা সাধারণ সম্পাদক রাজেশ পাল প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সহসভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, দপ্তর সম্পাদক প্রভাত দেবনাথ, দামুড়হুদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক উত্তম রঞ্জন দেবনাথ, সদস্যসচিব সঞ্জয় হালদার, প্রান্ত দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সংগঠন দুটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন।