ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার হরতালের প্রতিবাদে দিলীপ কুমারের নির্দেশে অবস্থান কর্মসূচি

‘রাজপথেই বিএনপি-জামাতের সকল নৈরাজ্য প্রতিহত করা হবে’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে ৪৮ ঘণ্টায় রাজপথে নেতা-কর্মীদের নিয়ে পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ৪৮ ঘণ্টা পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করতে বিভিন্ন ইউনিটে ভাগ করে দেন দিলীপ কুমার আগরওয়ালা।

এর মধ্যে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, সিনেমা হল রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় নেতা-কর্মীরা ৪৮ ঘণ্টাই সড়কে অবস্থান করেন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল রোডে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন দিলীপ কুমার আগরওয়ালার নেতা-কর্মীরা।

সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলুর পরিচালনায় ও আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন টাইগার, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, ইউপি সদস্য রহিদুল হক ইলা, আলমগীর হোসেন জনি, যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, বদরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করে আগামী সংসদ নির্বাচন বানচাল করতে চায়। তাই তারা অবৈধ হরতাল আর অবরোধ দিচ্ছে। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করছি। যার কারণে ৪৮ ঘণ্টা পালাক্রমে রাজপথে আমরা ছিলাম। যার কারণে চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত কোনো নৈরাজ্য করতে পারেনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে আমরা মাঠে আছি এবং থাকব। কারণ চুয়াডাঙ্গার মাটি নৌকার ঘাটি। এছাড়া যুবলীগ নেতা দারুদ শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার হরতালের প্রতিবাদে দিলীপ কুমারের নির্দেশে অবস্থান কর্মসূচি

‘রাজপথেই বিএনপি-জামাতের সকল নৈরাজ্য প্রতিহত করা হবে’

আপলোড টাইম : ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে ৪৮ ঘণ্টায় রাজপথে নেতা-কর্মীদের নিয়ে পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ৪৮ ঘণ্টা পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করতে বিভিন্ন ইউনিটে ভাগ করে দেন দিলীপ কুমার আগরওয়ালা।

এর মধ্যে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, সিনেমা হল রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় নেতা-কর্মীরা ৪৮ ঘণ্টাই সড়কে অবস্থান করেন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল রোডে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন দিলীপ কুমার আগরওয়ালার নেতা-কর্মীরা।

সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলুর পরিচালনায় ও আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন টাইগার, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, ইউপি সদস্য রহিদুল হক ইলা, আলমগীর হোসেন জনি, যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, বদরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করে আগামী সংসদ নির্বাচন বানচাল করতে চায়। তাই তারা অবৈধ হরতাল আর অবরোধ দিচ্ছে। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করছি। যার কারণে ৪৮ ঘণ্টা পালাক্রমে রাজপথে আমরা ছিলাম। যার কারণে চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত কোনো নৈরাজ্য করতে পারেনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে আমরা মাঠে আছি এবং থাকব। কারণ চুয়াডাঙ্গার মাটি নৌকার ঘাটি। এছাড়া যুবলীগ নেতা দারুদ শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।