ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলে গেল উথলীতে

ট্রেনের পরিচালক ও চালকের বিরুদ্ধে বিভাগীয় মামলা : ডিভিশন রেলওয়ে ম্যানেজার নুর মোহাম্মদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৫৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
বেনাপোল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটির দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি থাকলেও সেটি ৫ কিলোমিটার দূরে উথলী স্টেশন গিয়ে থামে। এতে হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। পরে যাত্রীদের তোপের মুখে আধা ঘণ্টা ধরে ট্রেনটি আবার পিছনে ফিরে এসে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দেয়। ঘটনাটি ঘটছে গতকাল সোমবার ভোরে। ঘটনাটি জানাজানি হলে ট্রেনের চালক ও পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা যায়, গত রোববার ঢাকা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে যাত্রী নিয়ে ডাউন বেনাপোল আন্তঃনগর এক্সপ্রেস ৭৯৬ ট্রেনটি ছেড়ে আসে যশোর বেনাপোলের উদ্দেশ্যে। দর্শনা রেল ক্রসিং পার হয়ে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক ও চালকের অবহেলায় দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে দর্শনা স্টেশনের নামা যাত্রী নিয়ে চলে যায় উথলী স্টেশন পর্যন্ত। এসময় যাত্রীদের হৈ চৈ শব্দে টিটি ও ট্রেন পরিচালক বুঝতে পারেন। পরে যাত্রীদের তোপের মুখে পরিচালকের নির্দেশে চালক আবার আধা ঘণ্টা ধরে পিছনে ফিরে এসে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দেয়।

ট্রেনের যাত্রীরা অভিযোগ করে বলেন, ‘এই রাত্রে আমরা মাঠের মধ্যে উথলী নামলে আমাদের নিরাপত্তা দেবে কে? এই ভোরে যাবো কই?’ একপর্যায়ে শুরু হয় বাগবিতণ্ডা।

এ বিষয়ে দর্শনা হল্ট স্টেশনের বুকিং সহকারী তুষার বলেন, সিগনালের কোনো ব্যবস্থা না থাকায় ভুল করে উথলী মাঠ পর্যন্ত চলে গেছে। পরে ভোর ৪টা ৪১ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সাড়ে ৫টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছায় ট্রেনটি। চালক স্টেশন চিনতে না পারায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন পাকশী ডিভিশন রেলওয়ে ম্যানেজার নুর মোহাম্মদ। তিনি বলেন, ‘ঘটনাটি আমাদের কাছে গোপন করা হয়েছিল। তবে পরে তা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলে গেল উথলীতে

ট্রেনের পরিচালক ও চালকের বিরুদ্ধে বিভাগীয় মামলা : ডিভিশন রেলওয়ে ম্যানেজার নুর মোহাম্মদ

আপলোড টাইম : ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

দর্শনা অফিস:
বেনাপোল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটির দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি থাকলেও সেটি ৫ কিলোমিটার দূরে উথলী স্টেশন গিয়ে থামে। এতে হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। পরে যাত্রীদের তোপের মুখে আধা ঘণ্টা ধরে ট্রেনটি আবার পিছনে ফিরে এসে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দেয়। ঘটনাটি ঘটছে গতকাল সোমবার ভোরে। ঘটনাটি জানাজানি হলে ট্রেনের চালক ও পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা যায়, গত রোববার ঢাকা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে যাত্রী নিয়ে ডাউন বেনাপোল আন্তঃনগর এক্সপ্রেস ৭৯৬ ট্রেনটি ছেড়ে আসে যশোর বেনাপোলের উদ্দেশ্যে। দর্শনা রেল ক্রসিং পার হয়ে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক ও চালকের অবহেলায় দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে দর্শনা স্টেশনের নামা যাত্রী নিয়ে চলে যায় উথলী স্টেশন পর্যন্ত। এসময় যাত্রীদের হৈ চৈ শব্দে টিটি ও ট্রেন পরিচালক বুঝতে পারেন। পরে যাত্রীদের তোপের মুখে পরিচালকের নির্দেশে চালক আবার আধা ঘণ্টা ধরে পিছনে ফিরে এসে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দেয়।

ট্রেনের যাত্রীরা অভিযোগ করে বলেন, ‘এই রাত্রে আমরা মাঠের মধ্যে উথলী নামলে আমাদের নিরাপত্তা দেবে কে? এই ভোরে যাবো কই?’ একপর্যায়ে শুরু হয় বাগবিতণ্ডা।

এ বিষয়ে দর্শনা হল্ট স্টেশনের বুকিং সহকারী তুষার বলেন, সিগনালের কোনো ব্যবস্থা না থাকায় ভুল করে উথলী মাঠ পর্যন্ত চলে গেছে। পরে ভোর ৪টা ৪১ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সাড়ে ৫টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছায় ট্রেনটি। চালক স্টেশন চিনতে না পারায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন পাকশী ডিভিশন রেলওয়ে ম্যানেজার নুর মোহাম্মদ। তিনি বলেন, ‘ঘটনাটি আমাদের কাছে গোপন করা হয়েছিল। তবে পরে তা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’