ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার হিড়িক

দুই দিনে মনোনয়ন কিনলেন সম্ভাব্য ২৬ প্রার্থী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দুই দিনে চুয়াডাঙ্গার দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনার হিড়িক পড়েছে। গতকাল রোববার পর্যন্ত চুয়াডাঙ্গা-১ ও ২ আসন মিলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সম্ভাব্য ২৬ জন মনোনয়ন প্রত্যাশী। এর আগে গত শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আওয়ামী লীগের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গা-১ আসনে ১২ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ১৪ জন। চুয়াডাঙ্গার দুটি নির্বাচনী আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে গত শনিবারই বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে তাঁর ভাই ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মনোনয়ন ফরম কিনেছেন। গতকাল দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদিন খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, যুবলীগ নেতা যুবায়ের আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন ও মোস্তাফিজুর রহমান।

এর আগে প্রথম দিনে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ১ নম্বর সদস্য এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ-কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গা-২ আসন থেকে প্রথম দিনে চারজন মনোনয়ন ফরম কিনেছেন। দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাসেম রেজা, দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, মির্জা শাহরিয়ার মাহমুদ ও আবু বকর।
এর আগে প্রথম দিনে ফরম সংগ্রহ করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল মল্লিক, অ্যাডভোকেট শাহারিয়ার কবির ও সাদিকুর রহমান বকুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার হিড়িক

দুই দিনে মনোনয়ন কিনলেন সম্ভাব্য ২৬ প্রার্থী

আপলোড টাইম : ১০:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
দুই দিনে চুয়াডাঙ্গার দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনার হিড়িক পড়েছে। গতকাল রোববার পর্যন্ত চুয়াডাঙ্গা-১ ও ২ আসন মিলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সম্ভাব্য ২৬ জন মনোনয়ন প্রত্যাশী। এর আগে গত শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আওয়ামী লীগের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গা-১ আসনে ১২ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ১৪ জন। চুয়াডাঙ্গার দুটি নির্বাচনী আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে গত শনিবারই বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে তাঁর ভাই ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মনোনয়ন ফরম কিনেছেন। গতকাল দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদিন খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, যুবলীগ নেতা যুবায়ের আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন ও মোস্তাফিজুর রহমান।

এর আগে প্রথম দিনে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ১ নম্বর সদস্য এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ-কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গা-২ আসন থেকে প্রথম দিনে চারজন মনোনয়ন ফরম কিনেছেন। দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাসেম রেজা, দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, মির্জা শাহরিয়ার মাহমুদ ও আবু বকর।
এর আগে প্রথম দিনে ফরম সংগ্রহ করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল মল্লিক, অ্যাডভোকেট শাহারিয়ার কবির ও সাদিকুর রহমান বকুল।