ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নৌকার বিপক্ষে ভোট চাইলেন শৈলকুপা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক!

ভিডিও বার্তা নেট দুনিয়ায় ভাইরাল, নেতা-কর্মীদের ক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হকিম আহম্মেদের একটি বক্তব্য নিয়ে দলের মধ্যে চরম বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন নেতা-কর্মীরা। অনেকেই দল থেকে তার বহিষ্কার দাবি করছেন। এম এ হাকিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও নৌকার বিপক্ষে ভোট চেয়েছেন বলে ওই ভিডিওতে শোনা যায়। ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এম আব্দুল হকিম আহম্মেদ দাবি করছেন, এটা অনিচ্ছাকৃতভাবে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এ জন্য তিনি দুঃখিত।
এদিকে এম আব্দুল হকিম আহম্মেদের নৌকার বিপক্ষে ভোট চাওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম। তিনি বলেন, গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ সংসদ সদস্য আব্দুল হাইয়ের জীবন বৃত্তান্ত পাঠ করতে গিয়ে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আব্দুল হাই আবারও মনোনয়ন পাবেন। তাই আমরা সকল আওয়ামী লীগের নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট করব।’
এসময় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন বলে মেয়র কাজী আশরাফুল আজম অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সকল মুজিব আদর্শের ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দল পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য হাকিমের প্রতি ঘৃণা জানান। সেই সঙ্গে এ রকম দলীয় শৃঙ্খলা ভঙ্গের বক্তব্য দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে বিচার প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এম এ হাকিম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুর বিরুদ্ধ যে বক্তব্য প্রদান করেছেন, তার কোনো ভিত্তি নেই। এছাড়া বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, টেন্ডারবাজি, স্বজনপ্রীতি ও বিভিন্ন সময়ে তার কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করার অভিযোগ তুলে কাজী আশরাফুল আজম তাকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম খাঁন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নৌকার বিপক্ষে ভোট চাইলেন শৈলকুপা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক!

ভিডিও বার্তা নেট দুনিয়ায় ভাইরাল, নেতা-কর্মীদের ক্ষোভ

আপলোড টাইম : ০৩:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হকিম আহম্মেদের একটি বক্তব্য নিয়ে দলের মধ্যে চরম বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন নেতা-কর্মীরা। অনেকেই দল থেকে তার বহিষ্কার দাবি করছেন। এম এ হাকিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও নৌকার বিপক্ষে ভোট চেয়েছেন বলে ওই ভিডিওতে শোনা যায়। ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এম আব্দুল হকিম আহম্মেদ দাবি করছেন, এটা অনিচ্ছাকৃতভাবে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এ জন্য তিনি দুঃখিত।
এদিকে এম আব্দুল হকিম আহম্মেদের নৌকার বিপক্ষে ভোট চাওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম। তিনি বলেন, গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ সংসদ সদস্য আব্দুল হাইয়ের জীবন বৃত্তান্ত পাঠ করতে গিয়ে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আব্দুল হাই আবারও মনোনয়ন পাবেন। তাই আমরা সকল আওয়ামী লীগের নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট করব।’
এসময় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন বলে মেয়র কাজী আশরাফুল আজম অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সকল মুজিব আদর্শের ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দল পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য হাকিমের প্রতি ঘৃণা জানান। সেই সঙ্গে এ রকম দলীয় শৃঙ্খলা ভঙ্গের বক্তব্য দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে বিচার প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এম এ হাকিম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুর বিরুদ্ধ যে বক্তব্য প্রদান করেছেন, তার কোনো ভিত্তি নেই। এছাড়া বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, টেন্ডারবাজি, স্বজনপ্রীতি ও বিভিন্ন সময়ে তার কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করার অভিযোগ তুলে কাজী আশরাফুল আজম তাকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম খাঁন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ।