ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এতিম শিশুদের সঙ্গে আড্ডা ও আইপিএস প্রদানকালে দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ৫১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবু দিলীপ কুমার আগরওয়ালা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের জন্য আইপিএস প্রদান করেছেন। গতকাল সন্ধ্যার পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা রোডের সরকারি শিশু পরিবারে (বালিকা) নিজে উপস্থিত হয়ে এতিম শিশুদের সঙ্গে আড্ডায় মাতেন এই আওয়ামী লীগ নেতা। পরে শিশু পরিবারের জন্য একটি আইপিএস প্রদান করেন।

এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘এই এতিম বাচ্চারা আমাদেরই সন্তান। বাড়িতে আসলেই এই বাচ্চাদের সঙ্গে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এর আগেও পবিত্র রমজান মাসে এদের সাথে ইফতার করেছি। ঈদের পর এসে বাঁচ্চাদের সাথে আড্ডা দিয়ে গেছি। গত কয়েকদিন আগেই প্রচণ্ড গরমে বাঁচ্চারা যেন কষ্ট না পায়, সেই জন্য একটি আইপিএস দিয়েছিলাম। এই বর্ষায় ঘন ঘন বিদ্যুৎ চলে গেলে এদের পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে, তাই আজ আরও একটি আইপিএস দিয়ে গেলাম। আমি চাই, সমাজে যারা বিত্তবান আছেন, সবাই যেন এই এতিম বাচ্চাদের নিজের সন্তান ভেবে তাদের সঙ্গে সময় কাটিয়ে যাক।’ আড্ডার সময় এতিম বাচ্চারা বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়।

এসময় সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তামান্না তুরানি, বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েচ কুরুনি টিটু, নিরঞ্জন কুমার আগরওয়ালা, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চুয়াডাঙ্গা ব্রাঞ্চের ম্যানেজার দেবাশীষ বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাবু দিলীপ কুমার আগরওয়ালা এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকসহ বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। তিনি গত ১০ বছর ধরে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় এতিম শিশুদের সঙ্গে আড্ডা ও আইপিএস প্রদানকালে দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড টাইম : ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবু দিলীপ কুমার আগরওয়ালা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের জন্য আইপিএস প্রদান করেছেন। গতকাল সন্ধ্যার পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা রোডের সরকারি শিশু পরিবারে (বালিকা) নিজে উপস্থিত হয়ে এতিম শিশুদের সঙ্গে আড্ডায় মাতেন এই আওয়ামী লীগ নেতা। পরে শিশু পরিবারের জন্য একটি আইপিএস প্রদান করেন।

এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘এই এতিম বাচ্চারা আমাদেরই সন্তান। বাড়িতে আসলেই এই বাচ্চাদের সঙ্গে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এর আগেও পবিত্র রমজান মাসে এদের সাথে ইফতার করেছি। ঈদের পর এসে বাঁচ্চাদের সাথে আড্ডা দিয়ে গেছি। গত কয়েকদিন আগেই প্রচণ্ড গরমে বাঁচ্চারা যেন কষ্ট না পায়, সেই জন্য একটি আইপিএস দিয়েছিলাম। এই বর্ষায় ঘন ঘন বিদ্যুৎ চলে গেলে এদের পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে, তাই আজ আরও একটি আইপিএস দিয়ে গেলাম। আমি চাই, সমাজে যারা বিত্তবান আছেন, সবাই যেন এই এতিম বাচ্চাদের নিজের সন্তান ভেবে তাদের সঙ্গে সময় কাটিয়ে যাক।’ আড্ডার সময় এতিম বাচ্চারা বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়।

এসময় সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তামান্না তুরানি, বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েচ কুরুনি টিটু, নিরঞ্জন কুমার আগরওয়ালা, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চুয়াডাঙ্গা ব্রাঞ্চের ম্যানেজার দেবাশীষ বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাবু দিলীপ কুমার আগরওয়ালা এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকসহ বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। তিনি গত ১০ বছর ধরে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন।