ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।
দর্শনা:
সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় দর্শনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা দর্শনা বাসস্ট্যান্ড বক চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা জেলায় দর্শনা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর জামায়াতের আমির গুলজার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় তিনি বলেন, ‘মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে মসজিদ প্রাঙ্গণে মসুলমানদের একমাত্র আসমানি গ্রন্থ পবিত্র কুরআন পোড়ানোকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত এনেছে, তা অকল্পনীয়। সমগ্র মুসলিম জাতি এর প্রবিতাদে আওয়াজ তুলেছে। কারণ মুসলিম হিসেবে কুরআন আমাদের সম্মান, আমাদের অহংকার ও আমাদের সংবিধান। যতদিন বেঁচে থাকব, ততদিন এই কুরআন রক্ষা করার জন্য যা যা প্রয়োজন, তাই করব।’ এসময় উপস্থিত বক্তারা সুইডেন সরকারের প্রতি ও অভিযুক্ত ব্যক্তির কাজকে ধিক্কার দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, দর্শনা পৌর শাখার আমির গুলজার হোসেন, দর্শনা বাসস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম ওসমান গনি, দক্ষিণ চাঁদপুর জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান, হল্ট স্টেশনের ইমাম মুকুল হোসেন, আজিজুল ইসলাম, আব্দুর রহমান, তানজিল আহমেদসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুসল্লিবৃন্দ। এদিকে, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দামুড়হুদার হাউলী ইউনিয়নে সাধারণ মুসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। গতকাল জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জীবননগর:
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে জীবননগর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সাধারণ মুসল্লিদের নিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। জীবননগরে বিক্ষোভ মিছিল ও বাসস্ট্যান্ডে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা ফিরোজ হোসেন, জামায়াত নেতা নুর ইসলাম চৌধুরী, জীবননগর বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ওলিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সকল অপরাধের বিচার হওয়া উচিত। আমরা চাই সুইডেনে কুরআন অবমাননার বিচার হোক। আমার বাংলাদেশ সরকারের মাধ্যমে সুইডেনের কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তারা মুসলমানদের কাছে ক্ষমা চাইবে।’
ঝিনাইদহ:
সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল জুম্মার নামাজ শেষে উপজেলার শেখপাড়া বাজারে ওলামা-মাশায়েখ ও সবস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি আবু মুসার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান। এছাড়া শেখপাড়া বাজার পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি আবু মুসা সুইডেনের পণ্য বয়কট করাসহ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, পবিত্র ঈদের দিনে সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র মহাগ্রন্থ আমাদের হৃদয়ের স্পন্দন পবিত্র আল কুরআনকে পুড়িয়ে আমাদের মুসলিমদের হৃদয়ের রক্তক্ষরণ করেছে। তারই প্রতিবাদে আজকের এ বিক্ষোভ সমাবেশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিক্ষোভ

আপলোড টাইম : ০২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।
দর্শনা:
সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় দর্শনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা দর্শনা বাসস্ট্যান্ড বক চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা জেলায় দর্শনা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর জামায়াতের আমির গুলজার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় তিনি বলেন, ‘মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে মসজিদ প্রাঙ্গণে মসুলমানদের একমাত্র আসমানি গ্রন্থ পবিত্র কুরআন পোড়ানোকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত এনেছে, তা অকল্পনীয়। সমগ্র মুসলিম জাতি এর প্রবিতাদে আওয়াজ তুলেছে। কারণ মুসলিম হিসেবে কুরআন আমাদের সম্মান, আমাদের অহংকার ও আমাদের সংবিধান। যতদিন বেঁচে থাকব, ততদিন এই কুরআন রক্ষা করার জন্য যা যা প্রয়োজন, তাই করব।’ এসময় উপস্থিত বক্তারা সুইডেন সরকারের প্রতি ও অভিযুক্ত ব্যক্তির কাজকে ধিক্কার দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, দর্শনা পৌর শাখার আমির গুলজার হোসেন, দর্শনা বাসস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম ওসমান গনি, দক্ষিণ চাঁদপুর জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান, হল্ট স্টেশনের ইমাম মুকুল হোসেন, আজিজুল ইসলাম, আব্দুর রহমান, তানজিল আহমেদসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুসল্লিবৃন্দ। এদিকে, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দামুড়হুদার হাউলী ইউনিয়নে সাধারণ মুসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। গতকাল জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জীবননগর:
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে জীবননগর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সাধারণ মুসল্লিদের নিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। জীবননগরে বিক্ষোভ মিছিল ও বাসস্ট্যান্ডে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা ফিরোজ হোসেন, জামায়াত নেতা নুর ইসলাম চৌধুরী, জীবননগর বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ওলিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সকল অপরাধের বিচার হওয়া উচিত। আমরা চাই সুইডেনে কুরআন অবমাননার বিচার হোক। আমার বাংলাদেশ সরকারের মাধ্যমে সুইডেনের কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তারা মুসলমানদের কাছে ক্ষমা চাইবে।’
ঝিনাইদহ:
সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল জুম্মার নামাজ শেষে উপজেলার শেখপাড়া বাজারে ওলামা-মাশায়েখ ও সবস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি আবু মুসার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান। এছাড়া শেখপাড়া বাজার পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি আবু মুসা সুইডেনের পণ্য বয়কট করাসহ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, পবিত্র ঈদের দিনে সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র মহাগ্রন্থ আমাদের হৃদয়ের স্পন্দন পবিত্র আল কুরআনকে পুড়িয়ে আমাদের মুসলিমদের হৃদয়ের রক্তক্ষরণ করেছে। তারই প্রতিবাদে আজকের এ বিক্ষোভ সমাবেশ।