ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফার্মেসি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার মাধবপুর-মোমিনপুর সড়কে ফার্মেসি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাগর নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মোমিনপুর গ্রামের সৈয়দ আলী মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৩৮) মাধবপুর বাজারে দীর্ঘদিন ধরে ফার্মেসি ও বিকাশ এবং ফ্লেক্সি লোডের ব্যবসা করে আসছিলেন। তিনি প্রতিদিনের মতো গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি মাধবপুর-মোমিনপুর সড়কের মাঝামাঝি পৌঁছালে ৫-৬ জন সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে জহুরুল মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার নিকট থাকা নগদ ৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এসময় জখম জহুরুল ইসলাম সন্ত্রাসীদের মধ্যে মাধবপুর গ্রামের সাগর হোসেন (২০) ও জাব্বির হোসেনকে (২০) চিনতে পারেন বলে জানান। সাগর হোসেন মাধবপুর গ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মৃত কাজল হোসেনের ছেলে, আর জাব্বির হোসেন একই গ্রামের সাবেক মেম্বার আশাদুল হকের ছেলে। জহুরুল হক বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জখম জহুরুল ইসলাম বলেন, ‘সাগর হোসেন প্রভাবশালী ঘরের সন্তান। তার দাদা রবিউল ইসলাম রবি বিশ্বাস হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমাদের শঙ্কা শেষ পর্যন্ত অপরাধীদের বিচার নিশ্চিত করা যাবে কি না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা কোনো ছিনতাইয়ের ঘটনা না, এটা তাদের পারিবারিক শত্রুতার কারণে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাগর হোসেনকে আটক করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ফার্মেসি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবক আটক

আপলোড টাইম : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার মাধবপুর-মোমিনপুর সড়কে ফার্মেসি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাগর নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মোমিনপুর গ্রামের সৈয়দ আলী মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৩৮) মাধবপুর বাজারে দীর্ঘদিন ধরে ফার্মেসি ও বিকাশ এবং ফ্লেক্সি লোডের ব্যবসা করে আসছিলেন। তিনি প্রতিদিনের মতো গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি মাধবপুর-মোমিনপুর সড়কের মাঝামাঝি পৌঁছালে ৫-৬ জন সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে জহুরুল মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার নিকট থাকা নগদ ৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এসময় জখম জহুরুল ইসলাম সন্ত্রাসীদের মধ্যে মাধবপুর গ্রামের সাগর হোসেন (২০) ও জাব্বির হোসেনকে (২০) চিনতে পারেন বলে জানান। সাগর হোসেন মাধবপুর গ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মৃত কাজল হোসেনের ছেলে, আর জাব্বির হোসেন একই গ্রামের সাবেক মেম্বার আশাদুল হকের ছেলে। জহুরুল হক বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জখম জহুরুল ইসলাম বলেন, ‘সাগর হোসেন প্রভাবশালী ঘরের সন্তান। তার দাদা রবিউল ইসলাম রবি বিশ্বাস হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমাদের শঙ্কা শেষ পর্যন্ত অপরাধীদের বিচার নিশ্চিত করা যাবে কি না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা কোনো ছিনতাইয়ের ঘটনা না, এটা তাদের পারিবারিক শত্রুতার কারণে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাগর হোসেনকে আটক করা হয়েছে।