ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে সাধারণ মানুষকে ছাতা উপহার দিলেন বাবু দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, ‘আমি কোনো হাইব্রিড নেতা নয়। আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই। দলীয় প্রতীক নৌকা, নেত্রী যাকে প্রতীক দেবেন, সকলে তার সাথে তাল মিলিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। আসুন সকলে হাতে হাত মিলিয়ে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করি। আসুন আমরা চুয়াডাঙ্গাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে চুয়াডাঙ্গাকে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে তুলি।’

গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গায় চলমান তাপদাহ ও আগত বর্ষায় সাধারণ মানুষের স্বস্তির লক্ষ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছাতা বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা এসব কথা বলেন। আলমডাঙ্গার উপজেলার খাসকররা ডিগ্রি কলেজ মাঠে এ ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, ‘আপনাদের খাসকররা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ব্যারিস্টার বাদল রশীদের জন্ম। এই অঞ্চলের মানুষ তাঁর হাতধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন।’

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার নানা সাফল্যগাঁথা তুলে ধরে বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বাংলাদেশের এ বিস্ময়কর অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের পতাকাতলে সকলকে সমবেত হতে হবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ব্যারিস্টার বাদল রশীদের অনন্য সাধারণ ভূমিকার কথা বারবার কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যিনিই নৌকা প্রতীক পাবেন, আপনারা সবাই তার পক্ষে একযোগে কাজ করবেন। নৌকায় ভোট দিবেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সাথে কথা হলে তিনি আমাকে এলাকায় আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন।

খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রুহুল আমীন, মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাহমুদুল হক সজল, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলমগীর কবীর শিপলু।

এর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা প্রায় ৫০০ মোটরসাইকেলের বহর নিয়ে আলমডাঙ্গার প্রবেশমুখ থেকে প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালাকে বরণ করে বিশাল র‌্যালি নিয়ে অনুষ্ঠানস্থল খাসকররায় ডিগ্রি কলেজ মাঠে যান। এসময় খাসকররা ডিগ্রি কলেজ মাঠে মানুষের ঢল নামে।

ছাতা হাতে পেয়ে খাসকরারা গ্রামের আইনাল বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের কথা এখন কেউ ভাবে না। ভাবে শুধু বড়ো লোকদের কথা। কিন্তু বাবু দিলিপ কুমার আগরওয়ালা আমাদের নিয়ে ভেবেছেন। সে রোদ ও বর্ষায় আমাদের কষ্টের কথা চিন্তা করে ছাতি দিতে ছুটে এসেছেন আমাদের গ্রামে, যা আর কোনো নেতা কোনো দিন আসেননি। আমি দোয়া করি আল্লাহ তাকে আরও শত বছর বাঁচিয়ে রাখুক।’

বৃদ্ধা ফুল বানু বলেন, ‘দিলিপ বাবুর মতো মানুষ হয় না। সে আমাদের মতো গরিব মানুষদের নিয়ে চিন্তা করে। আজ সে মানুষকে ছাতা দিয়েছে। এর আগে চাল,ডাল,তেল আরও কত কি দিয়েছে। আমি আল্লার কাছে দোয়া করি দিলিপ কুমার আরও বড়ো হোক।’

খলিল মিয়া বলেন, ‘দিলিপ বাবু গরিব মানুষের নেতা। আমরা চাই দিলিপ বাবু চুয়াডাঙ্গার এমপি হোক। সে এমপি হলে সাধারণ মানুষ না খেয়ে কষ্ট করবে না। দিলিপ বাবু গরিব মানুষের জন্য যা করে যাচ্ছে তা কোনো নেতা করে না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে সাধারণ মানুষকে ছাতা উপহার দিলেন বাবু দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড টাইম : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, ‘আমি কোনো হাইব্রিড নেতা নয়। আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই। দলীয় প্রতীক নৌকা, নেত্রী যাকে প্রতীক দেবেন, সকলে তার সাথে তাল মিলিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। আসুন সকলে হাতে হাত মিলিয়ে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করি। আসুন আমরা চুয়াডাঙ্গাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে চুয়াডাঙ্গাকে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে তুলি।’

গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গায় চলমান তাপদাহ ও আগত বর্ষায় সাধারণ মানুষের স্বস্তির লক্ষ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছাতা বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা এসব কথা বলেন। আলমডাঙ্গার উপজেলার খাসকররা ডিগ্রি কলেজ মাঠে এ ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, ‘আপনাদের খাসকররা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ব্যারিস্টার বাদল রশীদের জন্ম। এই অঞ্চলের মানুষ তাঁর হাতধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন।’

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার নানা সাফল্যগাঁথা তুলে ধরে বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বাংলাদেশের এ বিস্ময়কর অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের পতাকাতলে সকলকে সমবেত হতে হবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ব্যারিস্টার বাদল রশীদের অনন্য সাধারণ ভূমিকার কথা বারবার কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যিনিই নৌকা প্রতীক পাবেন, আপনারা সবাই তার পক্ষে একযোগে কাজ করবেন। নৌকায় ভোট দিবেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সাথে কথা হলে তিনি আমাকে এলাকায় আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন।

খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রুহুল আমীন, মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাহমুদুল হক সজল, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলমগীর কবীর শিপলু।

এর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা প্রায় ৫০০ মোটরসাইকেলের বহর নিয়ে আলমডাঙ্গার প্রবেশমুখ থেকে প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালাকে বরণ করে বিশাল র‌্যালি নিয়ে অনুষ্ঠানস্থল খাসকররায় ডিগ্রি কলেজ মাঠে যান। এসময় খাসকররা ডিগ্রি কলেজ মাঠে মানুষের ঢল নামে।

ছাতা হাতে পেয়ে খাসকরারা গ্রামের আইনাল বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের কথা এখন কেউ ভাবে না। ভাবে শুধু বড়ো লোকদের কথা। কিন্তু বাবু দিলিপ কুমার আগরওয়ালা আমাদের নিয়ে ভেবেছেন। সে রোদ ও বর্ষায় আমাদের কষ্টের কথা চিন্তা করে ছাতি দিতে ছুটে এসেছেন আমাদের গ্রামে, যা আর কোনো নেতা কোনো দিন আসেননি। আমি দোয়া করি আল্লাহ তাকে আরও শত বছর বাঁচিয়ে রাখুক।’

বৃদ্ধা ফুল বানু বলেন, ‘দিলিপ বাবুর মতো মানুষ হয় না। সে আমাদের মতো গরিব মানুষদের নিয়ে চিন্তা করে। আজ সে মানুষকে ছাতা দিয়েছে। এর আগে চাল,ডাল,তেল আরও কত কি দিয়েছে। আমি আল্লার কাছে দোয়া করি দিলিপ কুমার আরও বড়ো হোক।’

খলিল মিয়া বলেন, ‘দিলিপ বাবু গরিব মানুষের নেতা। আমরা চাই দিলিপ বাবু চুয়াডাঙ্গার এমপি হোক। সে এমপি হলে সাধারণ মানুষ না খেয়ে কষ্ট করবে না। দিলিপ বাবু গরিব মানুষের জন্য যা করে যাচ্ছে তা কোনো নেতা করে না।’