ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইজারাবিহীন বৃহত্তম ডুগডুগি পশুহাটে গরু প্রতি ৮ শ টাকা খাজনা আদায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বৃহত্তম ডুগডুগি পশুহাটে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ইজারাবিহীন খাজনা আদায় করে আসছে একটি চক্র। এতে নেই কারো মাথাব্যথা। তাহলে কি বড় বাবুরাও জড়িত? খাজনা রসিদে টাকা উল্লেখ না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা গরু ব্যবসায়ী ও সাধারণ গরু খামারীদের মাঝে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই চক্র ভাঙতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী, ব্যবসায়ী ও ক্রেতারা।

হাটে বিভন্ন এলাকায় থেকে আগত গরু ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘ঈদকে সামনে রেখে ডুগডুগি পশুহাটে গরু প্রতি ২ শ টাকা খাজনা বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ গরু প্রতি নেওয়া হচ্ছে ৮ শ টাকা। আমরা বাইরের মানুষ যা চাইবে তাই দিতে হবে। কিছু করার নেই।’

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডুগডুগি পশুহাটের ইজারাদার সোহবার হোসেন খান বলেন, ‘ডুগডুগি পশুহাট সরকারিভাবে ইজারা নেওয়া হয়। পরে মামলাও করা হয়। এই পশুহাটটি এখনও মামলাধীন অবস্থায় আছে। ঈদের সামনে একটু বেশি খাজনা নেওয়া হচ্ছে। রসিদ বইতে টাকার উল্লেখ না থাকলে লিখে দিতে বলে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, ‘খাজনা বেশি নিচ্ছে জানতাম না, আপনার কাছে শুনলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ইজারাবিহীন বৃহত্তম ডুগডুগি পশুহাটে গরু প্রতি ৮ শ টাকা খাজনা আদায়

আপলোড টাইম : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বৃহত্তম ডুগডুগি পশুহাটে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ইজারাবিহীন খাজনা আদায় করে আসছে একটি চক্র। এতে নেই কারো মাথাব্যথা। তাহলে কি বড় বাবুরাও জড়িত? খাজনা রসিদে টাকা উল্লেখ না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা গরু ব্যবসায়ী ও সাধারণ গরু খামারীদের মাঝে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই চক্র ভাঙতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী, ব্যবসায়ী ও ক্রেতারা।

হাটে বিভন্ন এলাকায় থেকে আগত গরু ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘ঈদকে সামনে রেখে ডুগডুগি পশুহাটে গরু প্রতি ২ শ টাকা খাজনা বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ গরু প্রতি নেওয়া হচ্ছে ৮ শ টাকা। আমরা বাইরের মানুষ যা চাইবে তাই দিতে হবে। কিছু করার নেই।’

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডুগডুগি পশুহাটের ইজারাদার সোহবার হোসেন খান বলেন, ‘ডুগডুগি পশুহাট সরকারিভাবে ইজারা নেওয়া হয়। পরে মামলাও করা হয়। এই পশুহাটটি এখনও মামলাধীন অবস্থায় আছে। ঈদের সামনে একটু বেশি খাজনা নেওয়া হচ্ছে। রসিদ বইতে টাকার উল্লেখ না থাকলে লিখে দিতে বলে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, ‘খাজনা বেশি নিচ্ছে জানতাম না, আপনার কাছে শুনলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’