ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৫১ বার পড়া হয়েছে

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দর্শনা অফিস:
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে গোপনে নিয়োগ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের খোলা আকাশে নিচে পরীক্ষা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কেরু উচ্চ বিদ্যালয়ের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায়। এদিকে, বিদ্যালয়ের দুটি পদে তিনজন ভুয়া পরীক্ষার্থী অংশ নিলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কেরু মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে একজন, নিরাপত্তা কর্মী পদে একজন, পরিচ্ছন্নতা কর্মী পদে একজন ও নৈশপ্রহরী পদে একজনসহ মোট পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী পদের জন্য আবেদনপত্র জমা পড়ে মাত্র ৩২টি। নিয়োগ পরীক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, কেরু কর্পোরেশনের ব্যবস্থাপক (সংস্থাপন) সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক নিয়োগ বোর্ড ডিজির প্রতিনিধি চুয়াডাঙ্গা ভি জে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন ও কেরুর মহাব্যবস্থাপক প্রশাসন ইউসুফ আলী।
কেরু ট্রেনিং কমপ্লেক্সে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কথা থাকলেও অভিযোগ উঠেছে গোপনে নিয়োগ পরীক্ষা শেষ করার লক্ষ্যে নির্ধারিত স্থানের পরিবর্তে কেরু উচ্চ বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। ফলে কেরু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হয় বিদ্যালয়ের মাঠে রোদের মধ্যে।
কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য আবেদন করেন পরীক্ষার্থী নাজমুল হাসান। তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা কম্পিউটার ল্যাব অপারেটার পদে পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে চারজনই পরীক্ষায় অংশগ্রহণ করি। তবে নিয়োগ বোর্ডের সদস্যরা আমাদের মধ্যে দুজনকে ভুয়া সাজিয়ে পরীক্ষা শেষ করেছেন। নিয়োগ পরীক্ষা দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে হওয়ার কথা থাকলেও গোপনে নিয়োগ শেষ করার জন্যই ভেন্যু পরিবর্তন করে কেউ উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।’
এ বিষয়ে কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, বর্তমান কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পরীক্ষার জন্য খোলা আকাশের নিচে হাতে-কলমে পরীক্ষা নেওয়া হয়েছে। স্কুলে নিয়োগ পরীক্ষার জন্য তাদেরকে বাইরে পরীক্ষা নেওয়া হয়েছে, কথাটা সঠিক নয়।
কেরু ডিজিএম প্রশাসন ইউসুফ আলী জানান, নিয়োগ পরীক্ষায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে পাঁচজনের মধ্যে তিনজন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে আবেদনকারী আটজনের মধ্যে পাঁচজন, নিরাপত্তা কর্মী পদে চারজনের মধ্যে তিনজন, পরিচ্ছন্নতা কর্মী পদে ১০ জনের মধ্যে আটজন ও নৈশপ্রহরী পদে চারজনের মধ্যে তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি বলেন, ‘সকল নিয়মকানুন মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে না।’ নিয়োগ বোর্ডের অন্য সদস্য দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, ‘এই নিয়োগে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি। আমরা একটি ফ্রেশ নিয়োগ পরীক্ষা নিতে পেরেছি।’
চুয়াডাঙ্গা ভি জে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পাঁচটি নিয়োগ পরীক্ষার মধ্যে দুইটি পদে ভুয়া ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ জন্য কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশপ্রহরী নিয়োগ স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হয়েছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন অংশ নেওয়ায় ওই পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপলোড টাইম : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

দর্শনা অফিস:
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে গোপনে নিয়োগ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের খোলা আকাশে নিচে পরীক্ষা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কেরু উচ্চ বিদ্যালয়ের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায়। এদিকে, বিদ্যালয়ের দুটি পদে তিনজন ভুয়া পরীক্ষার্থী অংশ নিলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কেরু মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে একজন, নিরাপত্তা কর্মী পদে একজন, পরিচ্ছন্নতা কর্মী পদে একজন ও নৈশপ্রহরী পদে একজনসহ মোট পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী পদের জন্য আবেদনপত্র জমা পড়ে মাত্র ৩২টি। নিয়োগ পরীক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, কেরু কর্পোরেশনের ব্যবস্থাপক (সংস্থাপন) সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক নিয়োগ বোর্ড ডিজির প্রতিনিধি চুয়াডাঙ্গা ভি জে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন ও কেরুর মহাব্যবস্থাপক প্রশাসন ইউসুফ আলী।
কেরু ট্রেনিং কমপ্লেক্সে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কথা থাকলেও অভিযোগ উঠেছে গোপনে নিয়োগ পরীক্ষা শেষ করার লক্ষ্যে নির্ধারিত স্থানের পরিবর্তে কেরু উচ্চ বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। ফলে কেরু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হয় বিদ্যালয়ের মাঠে রোদের মধ্যে।
কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য আবেদন করেন পরীক্ষার্থী নাজমুল হাসান। তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা কম্পিউটার ল্যাব অপারেটার পদে পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে চারজনই পরীক্ষায় অংশগ্রহণ করি। তবে নিয়োগ বোর্ডের সদস্যরা আমাদের মধ্যে দুজনকে ভুয়া সাজিয়ে পরীক্ষা শেষ করেছেন। নিয়োগ পরীক্ষা দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে হওয়ার কথা থাকলেও গোপনে নিয়োগ শেষ করার জন্যই ভেন্যু পরিবর্তন করে কেউ উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।’
এ বিষয়ে কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, বর্তমান কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পরীক্ষার জন্য খোলা আকাশের নিচে হাতে-কলমে পরীক্ষা নেওয়া হয়েছে। স্কুলে নিয়োগ পরীক্ষার জন্য তাদেরকে বাইরে পরীক্ষা নেওয়া হয়েছে, কথাটা সঠিক নয়।
কেরু ডিজিএম প্রশাসন ইউসুফ আলী জানান, নিয়োগ পরীক্ষায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে পাঁচজনের মধ্যে তিনজন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে আবেদনকারী আটজনের মধ্যে পাঁচজন, নিরাপত্তা কর্মী পদে চারজনের মধ্যে তিনজন, পরিচ্ছন্নতা কর্মী পদে ১০ জনের মধ্যে আটজন ও নৈশপ্রহরী পদে চারজনের মধ্যে তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি বলেন, ‘সকল নিয়মকানুন মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে না।’ নিয়োগ বোর্ডের অন্য সদস্য দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, ‘এই নিয়োগে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি। আমরা একটি ফ্রেশ নিয়োগ পরীক্ষা নিতে পেরেছি।’
চুয়াডাঙ্গা ভি জে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পাঁচটি নিয়োগ পরীক্ষার মধ্যে দুইটি পদে ভুয়া ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ জন্য কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশপ্রহরী নিয়োগ স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হয়েছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন অংশ নেওয়ায় ওই পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’