ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবীণদের প্রতি খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ‘শ্রেষ্ঠ সন্তান সম্মাননা’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে এ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি বলেন, ‘প্রবীণদের প্রতি সব সময় খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আজকের নবীন আগামীতে প্রবীণ হবে। আজ যারা প্রবীণ তারাও এক সময় নবীন ছিল, যৌবন বয়স ছিল। আজ তারা বয়সের ভারে প্রবীণ হয়ে গেছে। এ জন্য সমাজে যে সমস্ত বৃত্তবান মানুষ আছে, তারা যদি ওয়েভ ফাউন্ডেশনের মতো প্রবীণদের জীবমান উন্নয়নে কাজ করে, তাহলে সমাজে যে সমস্ত প্রবীণরা পিছিয়ে আছে তারা আর পিছিয়ে থাকতো না। তাই আসুন আমরা সকলে একত্রিত হয়ে প্রবীণদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করি। তাদের সাথে ভালো ব্যবহার করি এবং সম্মান করি।’ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা মো. রবিউল ইসলাম বকুল হোসেন ও সাজ্জাদ হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রবীণদের প্রতি খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য

আপলোড টাইম : ১২:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ‘শ্রেষ্ঠ সন্তান সম্মাননা’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে এ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি বলেন, ‘প্রবীণদের প্রতি সব সময় খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আজকের নবীন আগামীতে প্রবীণ হবে। আজ যারা প্রবীণ তারাও এক সময় নবীন ছিল, যৌবন বয়স ছিল। আজ তারা বয়সের ভারে প্রবীণ হয়ে গেছে। এ জন্য সমাজে যে সমস্ত বৃত্তবান মানুষ আছে, তারা যদি ওয়েভ ফাউন্ডেশনের মতো প্রবীণদের জীবমান উন্নয়নে কাজ করে, তাহলে সমাজে যে সমস্ত প্রবীণরা পিছিয়ে আছে তারা আর পিছিয়ে থাকতো না। তাই আসুন আমরা সকলে একত্রিত হয়ে প্রবীণদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করি। তাদের সাথে ভালো ব্যবহার করি এবং সম্মান করি।’ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা মো. রবিউল ইসলাম বকুল হোসেন ও সাজ্জাদ হোসেন।