ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাচারকালে ২ কেজি সোনা উদ্ধার, ৪ চোরাকারবারি আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর থেকে আরও দুই কেজি ২৪৫ গ্রাম স্বর্ণসহ চার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজীর ছেলে রিয়াজ আলী (২১) এবং একই জেলার নড়াগাড়ী থানার থাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, চোরাকারবারিরা স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে অবস্থান নেয়। সন্ধ্যা ছয়টার দিকে তারা সাদা রঙের একটি প্রাইভেটকার হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধ করে। পরে প্রাইভেটকারে থাকা এবাদুল মোল্লা, মাহাবুর হাসান, রিয়াজ কাজী এবং শেখ সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান গাড়ির সিটের নিচে ১৪টি স্বর্ণের বার রয়েছে। পরে সিটের নীচ থেকে বারগুলো উদ্ধার করা হয়। এছাড়া ৬টি মোবাইল জব্দ করা হয়। ১৪টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ২৪৫ গ্রাম।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারসহ প্রাইভেটকার এবং মোবাইলের মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা এবং নিজ জিম্মায় রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ও দুপুরে জীবননগরে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি স্বর্ণসহ (২৮টি বার) একজনকে গ্রেপ্তার করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পাচারকালে ২ কেজি সোনা উদ্ধার, ৪ চোরাকারবারি আটক

আপলোড টাইম : ০২:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর থেকে আরও দুই কেজি ২৪৫ গ্রাম স্বর্ণসহ চার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজীর ছেলে রিয়াজ আলী (২১) এবং একই জেলার নড়াগাড়ী থানার থাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, চোরাকারবারিরা স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে অবস্থান নেয়। সন্ধ্যা ছয়টার দিকে তারা সাদা রঙের একটি প্রাইভেটকার হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধ করে। পরে প্রাইভেটকারে থাকা এবাদুল মোল্লা, মাহাবুর হাসান, রিয়াজ কাজী এবং শেখ সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান গাড়ির সিটের নিচে ১৪টি স্বর্ণের বার রয়েছে। পরে সিটের নীচ থেকে বারগুলো উদ্ধার করা হয়। এছাড়া ৬টি মোবাইল জব্দ করা হয়। ১৪টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ২৪৫ গ্রাম।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারসহ প্রাইভেটকার এবং মোবাইলের মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা এবং নিজ জিম্মায় রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ও দুপুরে জীবননগরে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি স্বর্ণসহ (২৮টি বার) একজনকে গ্রেপ্তার করে।